ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসী হামলায় অন্তঃস্বত্তা গৃহবধুসহ আহত-১৩

প্রকাশিত: ২০:৪৩, ২৮ এপ্রিল ২০১৭

সন্ত্রাসী হামলায় অন্তঃস্বত্তা গৃহবধুসহ আহত-১৩

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভোর রাতে জমি দখলে বাঁধা দেয়ায় ভাড়াটিয়া সন্ত্রাসীরা হামলা চালিয়ে অন্তঃস্বত্তা গৃহবধু, কলেজ ছাত্রসহ কমপক্ষে ১৩ জনকে আহত করেছে। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় বকুল বেগম (৪৫) নামের এক গৃহবধূকে বরিশাল শেবাচিম হাসপাতালের আইসিইউতে ও ১০জনকে একই হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামে। স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে ওইগ্রামের প্রভাবশালী আকবর বেপারী, মিন্টু বেপারী ও মহিন বেপারী ৩০/৩৫জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে বুধবার ভোররাতে প্রতিপক্ষ অসহায় হতদরিদ্র হারুন বেপারী, আবুল হোসেন ও ভাষাই বেপারীর ৬০ বছরের ভোগদখলীয় পৈত্রিক জমিতে জোরপূর্বক ঘর উত্তোলন করে দখলের চেষ্টা করে। এ সময় তাদেরকে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ও উপর্যপুরিভাবে কুপিয়ে আবুল বেপারী, বকুল বেগম, অন্তঃস্বত্তা রোজিনা বেগম, রোকেয়া বেগম, রুহিত বেপারী, মিজানুর রহমান, কহিনুর বেগম, হারুন বেপারী, কলেজ ছাত্র রাসেল, শিশু জান্নাতিসহ ১৩ জনকে আহত করে। উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, হামলাকারী অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
×