ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশের বিভিন্ন স্থানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রকাশিত: ২০:১৮, ২৮ এপ্রিল ২০১৭

দেশের বিভিন্ন স্থানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নীলফামারীতে : স্টাফ রির্পোটার,নীলফামারী॥ নীলফামারীতে দুই হাজার ৬৬৮ জন অসহায় বিচার প্রার্থীকে সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। এর আগে ওই সহায়তায় ৫৮৭ টি মামলার নিস্পত্তি করা হয়। “বিরোধ হলে শুধু মামলা নয় লিগ্যাল এইড অফিসে আপোষও হয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার বিভিন্ন কর্মসুচির মাধ্যমে নীলফামারীতে পঞ্চম জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। কর্মসুচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় জেলা আইনগত সহায়তা কমিটির উদ্যেগে জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে নীলফামারী জজ আদালত চত্তর থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্তরে শেষ হয়। র‌্যালীতে অংশ নেন জেলা প্রশাসক জাকীর হোসেন, যুগ্ন জেলা ও দায়রা জজ, মাহমুদ হাসান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট শেখ মোঃ নাছিরুল হক,সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম আতিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান, জলঢাকা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, ডিমলা উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলাম, কিশোরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম জেলা আইনজীবি সমিতির সভাপতি আলীমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অক্ষয় কুমার রায় সহ সকল আইনজীবী, জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল বিচারক ও কর্মকর্তা কর্মচারীগন প্রমুখ। র‌্যালী শেষে অতিথিগন ফিতা ও বেলুন উড়িয়ে জজ কোর্ট চত্তরে দিনব্যাপী আইনগত সহায়তা মেলা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্ধোধন করেন। মেলায় আইনসহায়তায় সরকারী ও বেসরকারী সংস্থার বেশ কয়েকটি স্টল স্থান পেয়েছে। এদিকে দিবসটি উপলক্ষ্যে বিকাল ৫টায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে দিবসটির উপর আলোচনা সভা অনুষ্ঠি হবে। নড়াইল : নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয় ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়েছে। নড়াইল জেলা লিগ্যাল এইড কমিটি ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজনে আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় জেলা জজ আদালত চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় নড়াইল জেলা লিগ্যাল এইড কমিটি ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোঃ আবুল বাশার মুন্সির সভাপতিত্বে বক্তৃতা করেন নড়াইল জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আলমাস হোসেন মৃধা, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সৈয়দ ফয়জুল আমির লিটু, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নূর মোহাম্মদ প্রমুখ। মাগুরা : নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ আজ শুক্রবার মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালী, ন্বেচ্ছায় রক্তদান , আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সকালে জেলা আইনগত সহায়তা সহায়তা প্রদান কমিটি এর আয়োজনে জেলা জজ আদালত চত্বর থেকে শহরে র‌্যালী বের হয় । র‌্যালীতে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান সহ বিচারক , জেলা প্রশাসন , পুলিশ প্রশাসন , জেলা আইনজীবী সমিতির সদস্য আইনজীবী ,সাংবাদিক , বিচারপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মনুষ অংশ নেন । র‌্যালীশেষে জেলা জজ আদালত চত্বরে স্বোচ্ছায় রক্তদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় । কলাপাড়া : নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৭ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে কলাপাড়ায় সিনিয়র জুডিসিয়াল ও সহকারী জজ আদালত চত্ত্বর থেকে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে পুরনো আদালত চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান, কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ, কাউন্সিলর মনোয়ারা বেগম, আইনজীবী হাবিবুর রহমান, নাথুরাম ভৌমিক প্রমুখ। ঝিনাইদহ : নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ “বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়” এ শ্লোগনাকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে আদালত চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা জজের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিচারক, পুলিশ, আইনজীবি, সুবিধাভোগীরা বক্তব্য রাখেন। পরে দিনব্যাপী লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়। ভোলা : নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ “বিরোধ হলে শুধু মামলা নয় ,লিগ্যাল এইড অফিসে আপোষও হয়” এ স্লোগান নিয়ে ভোলায় বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা আইন সহায়তা কমিটির (লিগ্যাল এইড) উদ্যোগে জজ কোর্ট প্রাঙ্গন থেকে শহরে বর্নাঢ্য এক র‌্যালি বরে হয়। র‌্যালী আইনসহায়তা সম্বলিত বিভিন্ন প্লেকার্ড নিয়ে নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা ও দায়রা জজ আদালত প্রঙ্গনে আইন সহায়তা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসব অনুষ্ঠানে উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন । ভোলা জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড জেলা কমিটির সভাপতি ফেরদৌস আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ মো: জাকির হোসাইন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান, যুগ্ন জেলা ও দায়রা জজ হাবিবা মন্ডল , পিপি সৈয়দ আশরাফ হোসেন লাবু, জিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক নুরুন আমিন নুরননবী, সাংবাদিক ও এড্যাভোকেট শাহাদাত হোসেন শাহিন, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম, এড্যা: স্বপন কৃঞ্চ দে প্রমুখ।
×