ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোলায় স্কুল ছাত্র নিখোঁজের ৫ দিন পরও সন্ধান নেই

প্রকাশিত: ১৯:৫০, ২৮ এপ্রিল ২০১৭

ভোলায় স্কুল ছাত্র নিখোঁজের ৫ দিন পরও সন্ধান নেই

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্রামের মৃত কবির হোসেনের পুত্র নবম শ্রেনীর ছাত্র মো: ইমরান (১৪) নিখোঁজ হওয়ার ৫ দিন পরও আজ শুক্রবার পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা কোথায়ও কোন সন্ধ্যান না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ব্যাপারে ভোলা থানায় নিখোঁজের বড় ভাই একটি জিডি করেন। যার নং ১২০৭, তারিখ-২৭.৪.১৭। নিঁেখাজের বড় ভাই মো: শাহ জালাল জানান, তার ছোট ভাই মোঃ ইমরান ভোলার চন্দ্র প্রসাদ কো- অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর একজন ছাত্র। গত ২৪ এপ্রিল দুপুর সাড়ে ১২ টায় স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার হিসাব বিজ্ঞান বিষয়ে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে স্কুল থেকে বিকালে বাড়ি ফিরতে দেরী হলে বিদ্যায়য়ে খোঁজ নেয়া হলে শিক্ষকরা জানান, ইমরান ওই দিন বিদ্যালয়ের পরীক্ষায় অংশ নেয়নি। তার পর থেকে অনেক খোঁজা খুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। সে বাড়ি থেকে স্কুলের যাওয়ার সময় পড়নে ছিলো চেক শার্ট ও গ্যাবাডিং প্যান্ট পড়া। তার গায়ের রং ফসা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ও মুখমন্ডল গোলাকার। সে আঞ্চলিক ভাষায় কথা বলে। যদি কোউ তার সন্ধান দিতে পারেন তাকে ০১৭৭২-৫৭৫১৬৫ নাম্বারে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির জানান, স্কুল ছাত্র ইমরান নিখোঁজ হওয়ার ৩ দিন পর তার ভাই বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি জিডি করেছেন। কিন্তু এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি।
×