ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে বোরো ধান-পাটসহ রবিশস্যের ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ১৯:০৯, ২৮ এপ্রিল ২০১৭

মাদারীপুরে বোরো ধান-পাটসহ রবিশস্যের ব্যাপক ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ গত কয়েক দিনের টানা ভারি বর্ষণে জেলায় বোরো-ইরি ধান, পাট ও রবিশস্য পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো বেশীরভাগ ধান পাট পানির নিচে তলিয়ে রয়েছে। দেরীতে আবাদ হওয়া রবি শস্যেরও প্রচুর ক্ষতি হয়েছে। আর বৃষ্টি না হলে পানি সরে যাবে এবং বোরো ধানের কোন ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে না বলে কৃষি কর্মকর্তাদের দাবী। কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৩৪ হাজার ৮‘শ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে এর মধ্যে দূর্যোগ কবলিত জমির পরিমান ছিল ৭৫ হেক্টর। ৩৪ হাজার ৮৯২ হেক্টর পাট চাষ হয়েছে এর মধ্যে দূর্যোগ কবলিত ১হাজার ৬৭৫ হেক্টর। কয়েকদিন বৃষ্টি হওয়ার পরও কৃষি অফিস বলছে এই পানিতে তেমন কোন ক্ষতি হবে না। অথচ তাদের প্রতিবেদনে রয়েছে সম্পুর্ণ নিমজ্জিত জমি ৪৫০ হেক্টর আর আংশিক নিমজ্জিত জমি ১হাজার ২২৫ হেক্টর। এ ব্যাপারে মাদারীপুর জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ‘বৃষ্টিতে তেমন কোন ক্ষতি হয়নি। তবে যেখানে পানি জমে রয়েছে সেখান থেকে পানি সরানোর জন্য ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারদের পরামর্শ দিয়েছি যত তাড়াতাড়ি পানি সরানোর ব্যবস্থা করা যায় এবং কোন কৃষককের ধানের যেন ক্ষতি না হয়। আমরাও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। সামনে কয়েকদিন বৃষ্টি না হলে। কয়েক দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।”
×