ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইসরাইলে হামলা ॥ সিরিয়ার প্রতি নিন্দা ইরান-রাশিয়ার

প্রকাশিত: ১৮:০৯, ২৮ এপ্রিল ২০১৭

ইসরাইলে হামলা ॥ সিরিয়ার প্রতি নিন্দা ইরান-রাশিয়ার

অনলাইন ডেস্ক ॥ ইরান এবং রাশিয়া সিরিয়ার গুরুত্বপূর্ণ বিমানবন্দরের ওপর ইসরাইলের হামলার কঠোর নিন্দা করেছে। একে আরব দেশটির সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। বৃহস্পতিবার এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্কান। তিনি বলেন, সিরিয়ার সরকারের বিরুদ্ধে লড়াইরত সন্ত্রাসীদের সহায়তা করার ইসরাইলের নীতির ভিত্তিতে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলা করা হয়েছে। মস্কো থেকে দেয়া এ বিবৃতিতে তিনি আরো বলেন, এ সব হামলা সন্ত্রাসীদেরই সহায়তা করবে। এ ছাড়া, তিনি উল্লেখ করেন, হামলার মাধ্যমে সিরিয়ার সন্ত্রাসীদের রক্ষা করার বার্তা দিয়েছে ইসরাইল। সন্ত্রাসীদের রক্ষা করার প্রয়োজনে ইসরাইল হস্তক্ষেপ করবে বলেই বার্তা দেয়া হয়। এদিকে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল বলেছেন, সিরিয়ায় ইসরাইলের আগ্রাসনের কঠোর নিন্দা করে রাশিয়া। এর মাধ্যমে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
×