ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাভারে তিন জেএমবি সদস্য আটক

প্রকাশিত: ১৭:৫২, ২৮ এপ্রিল ২০১৭

সাভারে তিন জেএমবি সদস্য আটক

অনলাইন ডেস্ক ॥ ঢাকার অদূরে সাভার থেকে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পুলিশের এই এলিট ফোর্সের দাবি, তিনজন নিহত জেএমবি নেতা তামিম চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর আবদুল হাকিম। র‍্যাব কর্মকর্তা আরো বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তিনজনেই জঙ্গি। তাদের র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকালে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’ র‌্যাব-৪ আরো দাবি করে, মেজর আবদুল হাকিমের নেতৃত্বে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসানো হয়। এ সময় মানিকগঞ্জ থেকে ঢাকাগামী ভিলেজ লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। তিনজনের কাছ থেকে বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
×