ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৫৭, ২৮ এপ্রিল ২০১৭

ঝলক

টাকার খিদে! ভারতের অসমের এক দোকানে হামলা চালিয়ে বেছে বেছে নতুন নতুন টাকার নোট পেটে পুড়েছে একদল হাতি। দোকানমালিক এমনটাই দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ক্যাশবাক্সে মজুত ৪০,০০০ টাকার মধ্যে ২,০০০ ও ৫০০ টাকার নোটের মোট ২৬,০০০ টাকা উদরপূর্তি করেছে এই হাতিরা। অসমের শোনিতপর জেলার তারাজুলি টি এস্টেটের ঘটনা এটি। খাবারের খোঁজে ওই এলাকায় হানা দেয় কয়েকটি হাতি। দোকানমালিক রাজেন্দ্র দুগ্গল জানিয়েছেন, ‘হাতিগুলো আমার দোকানে ঢুকে ক্যাশবাক্স থেকে ২৬,০০০ টাকা খেয়ে ফেলে। ১০-২০-৫০ টাকার নোট ওরা ছোঁয়নি। যা খেয়েছে সব ২,০০০ আর ৫০০ টাকার নোট। এরপর তারা এলাকা ছেড়ে চলে যায়। শোনিতপুর পশ্চিম ডিভিশনের বনকর্তা দাভিন্দর সুমন জানিয়েছেন, সম্প্রতি রাত প্রায় ২টার দিকে ঘটনাটি ঘটেছে। দুটি বাড়ি ও দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি হাতিগুলো দোকানের কিছু টাকাও খেয়ে নিয়েছে। এই নিয়ে তৃতীয়বার চা বাগানে ঢুকে তা-ব চালাল হাতির দল। তবে দোকান ভেঙ্গে ক্যাশবাক্স থেকে টাকা খাওয়ার ঘটনা এই প্রথম। সূত্র : ইন্ডিয়া টাইমস মুন ভিলেজ... চাঁদেই এবার তৈরি হতে চলেছে একটি ছোট্ট গ্রাম। এমনই এক অভিনব উদ্যোগ নিতে চলেছে চীনÑ আর এই বিষয়ে উদ্যোগ নিতেই চীন ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে। বুধবার এই সংস্থার সেক্রেটারি জেনারেল টিয়ান ইউলং এই বিষয়টি সংবাদমাধ্যমকে জানান। তবে, ‘মুন ভিলেজ’র এই ধারণাটি নতুন নয়, ইউরোপীয় মহাকাশ সংস্থা এই বিষয়টি নিয়ে গত বছরই আলোকপাত করেছে। ভবিষ্যতে যদি কখনও মঙ্গল গ্রহে অভিযান চালানো হয়, সেক্ষেত্রে এই ‘মুন ভিলেজ’ স্পেস স্টেশন হিসেবে ব্যবহার হবে। ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রধান বলেন, ভবিষ্যতে মহাকাশ অভিযানের ক্ষেত্রে দূরদর্শিতার বিশেষ প্রয়োজন রয়েছে। এই বিশেষ ধারণাটি লুনার এক্সপ্লোরেশনের ভিত্তি স্পেসক্রাফটের যাত্রাবিরতির জন্যই ‘মুন ভিলেজ’ তৈরির প্রতি বিশেষ নজর দেয়া হয়েছে। এর পাশাপাশিই পর্যটন ক্ষেত্র হিসেবেও এই গ্রামটিকে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। ইএসএ প্রধান ওয়ার্নার বলেন, ইতোমধ্যেই একটি স্পেসস্টেশন রয়েছে। এটি একটি সাধারণ আন্তর্জাতিক প্রকল্প। এর পাশাপাশি তিনি এও বলেন, মুন ভিলেজ মানে একটি চার্চ নয়, একটি গ্রাম গড়ে তোলারই পরিকল্পনা করা হয়েছে। যেখানে লোকজন জীবিকা নির্বাহের জন্য কাজ কর্মের সঙ্গেও নিযুক্ত থাকবেন। এই মুন ভিলেজটি বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে আরও অনুসন্ধানের জন্য ‘পিট-স্টপ’ হিসেবে ব্যবহৃত হবে। সূত্র : দ্য গার্ডিয়ান
×