ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উবাচ

প্রকাশিত: ০৫:৫৭, ২৮ এপ্রিল ২০১৭

উবাচ

জিয়ার উনি শুনছেন না স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটিতে নারী সদস্যের সংখ্যা মাত্র একজন। দলের ১৭ সদস্যের স্থায়ী কমিটিতে এখন রয়েছেন ১৫ জন। একজন মারা গেছেন আর দুটি পদ শূন্য রয়েছে। কমিটির ১৭ তে মাত্র ১, অর্থাৎ শতকরা হিসেবে এই পরিমাণ ছয় ভাগের কম। নির্বাচন কমিশন আশা করে রাজনৈতিক দলের কমিটিতে নারীর প্রতিনিধিত্ব থাকতে হবে অন্তত ৩৩ ভাগ। যদিও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুযায়ী এই হারে নারী প্রতিনিধিত্বের বিষয়টি বাধ্যতামূলক হবে আগামী ২০২০ সালের মধ্যে। আরপিও করার সময় এই ধারা জুড়ে দিয়ে রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছিল। তবে বিএনপি সেই প্রস্তুতি ঠিকঠাক নিচ্ছে না। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও রাজনীতিতে নারীদের এগিয়ে আসাকে উৎসাহিত করেছেন। কিন্তু এখন এসে বিএনপি কী নারীদের সঠিক মূল্যায়নে ব্যর্থ হচ্ছেÑ এমন প্রশ্ন এসেই যায়। গত সপ্তাহে বিএনপির নীতি-নির্ধারণী পর্যায়ে নারীদের সংখ্যা কম দেখে হতাশা প্রকাশ করেছেন দলের সমর্থক পেশাজীবী নেতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, খালেদা জিয়া তার স্থায়ী কমিটিতে একজন মাত্র মহিলা রেখেছেন। তার মানে উনি জিয়াউর রহমানের কথা শুনছেন না! জাফরুল্লাহ বলেন, জিয়াউর রহমান এদেশে প্রথম নারী উন্নয়নের কমিশন করেছিলেন। উনি দলের যে গঠনতন্ত্র করেছেন সেখানে মহিলাদের বেশি করে স্থান দেয়ার কথা বলেছেন। মশকরা স্টাফ রিপোর্টার ॥ তিস্তা নদীর পানির হিস্যা নিয়ে ভারত মশকরা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিস্তায় পানি নাই। মমতা আজকে আবার বলেছেন, আত্রাই নদীর ব্যারেজ খুলে দিতে। উজানের দেশ কিনা ভাটির দেশকে বলে আত্রাই নদীর বাঁধ ভেঙ্গে দাও, আমাকে পানি দাওÑ এ কোন আবদার! আমি বলব, মমতা ব্যানার্জির এই আবদার বাংলাদেশের জন্য একটি মশকরা। তিনি বলেন, আমি এর তীব্র প্রতিবাদ করি এবং মমতা ব্যানার্জিকে বলব, তিস্তার পানির চুক্তি বা পানি সরবরাহের ক্ষেত্রে আপনার বাঁধা প্রত্যাহার করুন। তিনি বলেন, মমতা ও মোদি সব একই। একজন আরেকজনকে ধইরা পাঠ (অভিনয়) করায়; অর্থাৎ দিল্লী বলে মমতারে, তুমি বাধা দাও, তাহলে শেষ। কোন প্রভিন্সের আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে বাধা দেয়ার আইনগত ও সাংবিধানিক কোন অধিকার ভারতে নেই। সুতরাং খেলা রাম খেলে যা। তিস্তা চুক্তি না হাওয়ার প্রেক্ষিতে সম্প্রতি বিএনপির এই নেতা সেব মন্তব্য করেছেন। নষ্ট! স্টাফ রিপোর্টার ॥ ভাটি অঞ্চলের হাওড়ে মাছের মৃত্যু গত কয়েক দিন পত্রপত্রিকার প্রধান খবর। তবে আরও একটি খবর দৃষ্টিতে এসেছে। একটি ইংরেজী সংবাদ মাধ্যম তাদের খবরে বলেছে, এই ঘটনা ইউরেনিয়াম দূষণের কারণে ঘটেছে। এই খবরের সূত্র ধরেই পানিতে ইউরেনিয়াম থাকুক বা না থাকুক বিএনপি ইউরেনিয়াম টেনে এনেছে রাজনীতিতে। বৈজ্ঞানিক পরীক্ষার পরও হাওড়ে ইউরেনিয়াম দূষণের দাবি করে যাওয়ায় বিএনপির সমালোচনা করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। বিএনপির ভূমিকায় দুঃখ প্রকাশ করে তিনি কবিতার ছন্দে বলেছেন, বিজ্ঞানে আজকাল ঢুকে গেছে রাজনীতি/ দুষ্টুরা বলে ভালো/ এটা নাকি তেজারতি। পরমাণু শক্তি কমিশনের গবেষক দল পত্রিকার খবরের পর পানি পরীক্ষা করে ইউরেনিয়ামের বিষয়টি নাকচ করার পরও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত থেকে আসা ইউরেনিয়ামেই প্রাণীগুলো মারা গেছে। এই প্রসঙ্গ তুলে ইয়াফেস ওসমান বলেন, বাঙালীর কাছে অসাধ্য বলে কিছু নেই, বাঙালী সব পারে। ইউরেনিয়ামের আশঙ্কা আসার পর পরমাণু শক্তি কমিশন থেকে দুটি প্রতিনিধি দল হাওড়ে পাঠানো হলো। তাদের রিপোর্টে দেখা গেল, ধান পচে যাওয়ায় ও ব্যবহৃত সার পানিতে মিশে মাছ মারা গেছে। কিন্তু দেখা গেল আরেক রাজনৈতিক দল বলেই যাচ্ছে যে, সেখানে ইউরেনিয়াম পাওয়া গেছে। মানে বিজ্ঞানটাকেও তারা নষ্ট করার জন্য আগাচ্ছে।
×