ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেয়েদের ফ্যাশনে জিন্স আর শার্ট

প্রকাশিত: ০৫:৩৩, ২৮ এপ্রিল ২০১৭

মেয়েদের ফ্যাশনে জিন্স আর শার্ট

ইউরোপ আমেরিকার মেয়েদের জিন্সের সঙ্গে শার্টের প্রচলন পুরনো হলেও এ দেশে নয়। সমাজের খুব উঁচু শ্রেণীর মানুষ ছাড়া এই পোশাকে মেয়েদের খুব একটা দেখা যেত না। তবে সে দিন গত হয়েছে। কলেজ ভার্সিটির মেয়েরা আজকাল জিন্সের সঙ্গে শার্ট পরছে। মানাচ্ছেও ভাল। তবে শার্ট শুধু জিন্সের সঙ্গেই নয়। আরও অনেক পোশাক যেমন স্কার্টের সঙ্গেও পরা যেতে পারে। গরমে অন্যতম আরামদায়ক পোশাকের মধ্যে একটি সুতি শার্ট। শার্ট মানেই যে তা শুধু জিন্স বা ট্রাউজারের সঙ্গে পরতে পারবেন এমনটা নয়। শার্টের ফ্যাশনে কেমন করে মাতাতে পারবেন তার জন্য কিছু টিপসÑ স্কার্টের সঙ্গে শার্ট আর পাঁচজনের থেকে নিজে যদি থাকতে চান একটু আলাদা ট্রাই করুন নতুন কিছু। যেমন ধরুন স্কার্টের সঙ্গে ভাল মানাবে শার্ট। একরঙা স্কার্টের সঙ্গে প্রিন্টেড শার্ট বা একরঙা শার্টের সঙ্গে প্রিন্টেড স্কার্ট, মানাবে দারুণ। লম্বা এথনিক স্কার্টের সঙ্গে শার্ট পা বরাবর লম্বা এথনিক স্কার্ট দেবে এথনিক লুকস্, তেমনই অন্যদিকে শার্ট দেয় ক্যাজুয়াল লুকস্। তাই এই দুয়ে মিললে আপনি পাবেন ফিউশন লুক। চাইলে প্রিন্টেড বা একরঙা যে কোন স্কার্ট বেছে নিতে পারেন। ডাঙ্গরিজ আজকের আধুনিকাদের কাছে অন্যতম জনপ্রিয় পোশাক এটি। ডাঙ্গরিজের সঙ্গে পরে ফেলতে পারেন সাদা কোন শার্ট। ওভার সাইজড শার্ট ফিটফাট স্টাইলের থেকে একটু অন্যরকমই এখনকার মর্ডান ফ্যাশন ট্রেন্ড। বিশেষ করে ওভার সাইজড শার্টের এখন খুব চল। বন্ধুদের সঙ্গে হ্যাঙ্গআউট বা পার্টিতে মানাবে ভাল। কালো জিন্সের সঙ্গে শার্ট শার্টের সঙ্গে আর কিছু যাক না যাক, সঙ্গে থাকে কালো জিন্স। যে কোন সময়, যে কোন কালো জিন্সের সঙ্গে পরে ফেলতে পারেন যে কোন শার্ট। ফ্যাশন ডেস্ক
×