ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছ বি র গ ল্প

প্রকাশিত: ০৫:৩২, ২৮ এপ্রিল ২০১৭

ছ বি র  গ ল্প

ভার্চুয়াল প্রযুক্তির চশমা! ভার্চুয়াল প্রযুক্তিনির্ভর স্মার্ট চশমা তৈরির উদ্যোগ নিয়েছে এ্যাপল। বিশেষ প্রযুক্তির এ চশমা পরে ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) সুবিধা মিলবে। এরই মধ্যে নিজ প্রতিষ্ঠানের বেশকিছু কর্মীর ওপর গোপনে চশমাটি পরীক্ষাও করেছে প্রতিষ্ঠানটি। তবে ফল খুব একটা ভাল নয় বলে জানা গেছে। বেশকিছু এ্যাপলকর্মী চশমাটি পরার পর চোখে ব্যথা অনুভব করেছেন। এ্যাপলের ফাঁস হওয়া এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে। সূত্র : ডেইলি মিরর কম্পিউটার প্রযুক্তির ফোনকেস দেখতে ম্যাক কম্পিউটারের মতো হলেও এটি আসলে স্মার্টফোন কেস। কেসটির মধ্যে আইফোন ঢুকিয়ে অনায়াসে কম্পিউটারের মতো কাজ করার সুযোগ রয়েছে। ‘এমফোর’ মডেলের কেসটিতে হেডফোন সংযোগ দেয়ার পাশাপাশি আইফোন চার্জ করা যায়। দাম ৩৫ ডলার। সূত্র : ডেইলি মেইল
×