ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চক্ষু মেলিয়া ॥ নিয়ামত হোসেন

প্রকাশিত: ০৫:২৬, ২৮ এপ্রিল ২০১৭

চক্ষু মেলিয়া ॥ নিয়ামত হোসেন

মা-বাবা ও দুই ছেলের জন্মদিন একটাই! যুক্তরাষ্ট্রের মিসিসিপি এলাকায় ঘটেছে এক অদ্ভুত ঘটনা, যেমন ঘটনার কথা সচরাচর শোনা যায় না। অবাক করার মতই ব্যাপার। ব্যাপারটি হলো, সেখানে এক পরিবারের সবার জন্মদিন একই দিনে। পরিবার বলতে মা, বাবা এবং দুই ছেলে। সাধারণত দেখা যায়, বাবার জন্মদিন একটা, মায়ের আরেকটা। আর দুই ছেলের জন্মদিন দুটি আলাদা দিনে। কিন্তু এখানে হয়েছে কিÑ এই পরিবারের চারজনের জন্মদিন একটি দিনেÑ সেটা ডিসেম্বর মাসের ১৮ তারিখে। বাবার জন্ম যে বছরে মায়েরও জন্ম সেই একই বছরে। তারিখটা অবশ্য ঐ একই। মা জন্মেছেন কয়েক ঘণ্টা আগে। আর ওদিকে দুই ছেলের জন্ম অনেক পরেÑ কিন্তু একই তারিখে। তবে একই তারিখে হলেও এক ছেলে এক মিনিট আগে, অন্যটি এক মিনিট পরে। সবার তারিখটা কিন্তু একই। ঘটনাটি অবাক করার মতো। তাই খবর হয়েছে গুরুত্বের সঙ্গে। এ ব্যাপারে আরেকটি মজার বিষয় হচ্ছে এই যে, এদের আলাদা আলাদা বার্থ ডে পার্টি করতে হয় না। একদিনে একটি পার্টি এবং একই আয়োজনে সবটা হয়ে যায়। পার্টিতে যা খরচ হয় তা তো একবারই করতে হচ্ছে। সেদিক থেকে বলা যায়, তাদের বার্থ ডে পার্টির উৎসব হচ্ছে ব্যয়-সাশ্রয়ী। একদিনের অনুষ্ঠানেই শেষ। অর্থাৎ হয়ে গেলÑ এক ঢিলেই চার পাখি!
×