ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে কার্যালয় দখল নিয়ে আহত ৫

প্রকাশিত: ০৪:১২, ২৭ এপ্রিল ২০১৭

বাকৃবিতে কার্যালয় দখল নিয়ে আহত ৫

বাকৃবি সংবাদদাতা, ময়মনসিংহ ॥ পার্টির কার্যালয় দখলকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রফ্রন্টের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়স্থ সংগঠনটির কার্যালয়ে উভয় পক্ষের নেতা-কর্মীরা তিন ঘন্টাব্যাপী থেমে থেমে হাতাহাতি ও মারামারি করে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মূলধারার (বাসদ) নেতা-কর্মীরা আঞ্চলিক সভা করার জন্য কার্যালয়ে উপস্থিত হন। কার্যালয়টি মার্ক্সবাদী নেতা-কর্মীরা তাঁদের বাঁধা দেয় এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। বেলা একটার দিকে মূলধারার নেতা-কর্মীরা কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়। পরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে গ-গোল চলতে থাকে। ঘটনাস্থলে ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে উভয়পক্ষ বেশ কয়েকবার হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার অনুরোধ করার পরেও দুই পক্ষকে কার্যালয়স্থল থেকে সড়িয়ে নিতে পারেননি। টানা তিন ঘন্টা ঘটনার ধারাবাহিকতা চলার পর বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় প্রসাশন দুই পক্ষের প্রতিনিধি নিয়ে আলোচনায় বসার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উল্লেখ্য চার বছর আগে ছাত্র সংগঠনটি বিভাজনের পর একটি পক্ষ মার্ক্সবাদী এবং অপরটি বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মূলধারার অঙ্গসংগঠন নামে পরিচয় পায়। তবে দুই পক্ষই একই নাম ব্যবহার করেন। ২০১৩ সালে বিভক্তির পর থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের কার্যালয় থেকে মূলধারার নেতা-কর্মীদের বের করে দেন মার্ক্সবাদীরা। গত চার বছর ধরে মার্ক্সবাদীরাই কার্যালয়টি ব্যবহার করছিলেন। প্রক্টর এ কে এম জাকির হোসেন বলেন, দুই পক্ষের কারোর ন্যূনতম ছাড় দেওয়ার মানসিকতা নেই। আলোচনা মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নিলেও কেউ কার্যালয়স্থল ছাড়তে চাচ্ছেন না। বিষয়টি সমাধানের চেষ্টা করছি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) দুই পক্ষই ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
×