ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় উজানের পানিতে ডুবেছে ৩শ’ হেক্টর বোরো

প্রকাশিত: ০৪:১২, ২৮ এপ্রিল ২০১৭

নওগাঁয় উজানের পানিতে ডুবেছে ৩শ’ হেক্টর বোরো

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৭ এপ্রিল ॥ পোরশায় উজান থেকে নেমে আসা ঢলে প্রায় ৩শ’ হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা দিশাহারা হয়ে পানির নিচ থেকে আধা পাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছে। জানা গেছে, ভারতে অতিবৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর থেকে নেমে আসা ঢলে পোরশা সীমান্তের ওপর দিয়ে প্রবাহিত পূণর্ভবা নদীর পানি হঠাৎ বেড়ে যায়। ফলে নদী তীরবর্তী জমির ধানগুলো পানির নিচে তলিয়ে যায়। পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান জানান, উপজেলার নিতপুর, মহাডাংগা, কোঁচনা ও বাঁকইলসহ কয়েকটি এলাকার ৩শ’ হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। তিনি তলিয়ে যাওয়া এলাকা পরিদর্শন করে অধিদফতরে রিপোর্ট পাঠিয়েছেন বলে জানান। ট্রাফিক সচেতনতা বিষয়ক প্রোগ্রাম এআইইউবিতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ (এআইইউবি) ও ঢাকা মেট্রোপলিটান পুলিশের ট্রাফিক বিভাগের (উত্তর) যৌথ উদ্যোগে জনসচেতনতামূলক কর্মকা-ের আলোকে ‘ট্রাফিক সচেতনতা বিষয়ক প্রোগ্রাম’ শীর্ষক এক আলোচনা মঙ্গলবার এআইইউবি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। আলোচ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেনÑ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় (পিপিএম)। আলোচ্য বক্তা ট্রাফিক আইনের বিধি-বিধান ও নিরাপদভাবে রাস্তায় চলাচলে জনগণের জীবনের নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রামাণ্য ও সচিত্র প্রতিবেদন উপস্থাপনের মাধ্যেমে গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিশদভাবে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলÑ বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. নিসার আহমেদ, এ্যাডশিনাল এসপি নাজমুল আলম এবং সহকারী পুলশি কমিশনার জুনায়দে আলম সরকার। -বিজ্ঞপ্তি
×