ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফ্রান্স সপ্তাহ দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করবে ॥ ভিসি

প্রকাশিত: ০৪:১১, ২৮ এপ্রিল ২০১৭

ফ্রান্স সপ্তাহ দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করবে ॥ ভিসি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে অঁলিয়স ফ্রঁসেস এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, নাট্যকলা বিভাগ ও চারুকলা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ফ্রান্স সপ্তাহ। এ উপলক্ষে চবি কলা ও মানববিদ্যা অনুষদের গ্যালারিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ফ্রান্স সপ্তাহ পালনের মাধ্যমে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। চবি উপাচার্য বলেন, এ ধরনের অনুষ্ঠান আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফ্রান্সের শিক্ষা-সংস্কৃতি-শিল্পকলা-ঐতিহ্য ইত্যাদি সম্পর্কে জানার যথেষ্ট সুযোগ ঘটে। ফ্রান্স সপ্তাহ দু’দেশের শিক্ষা বিনিময় কার্যক্রম অবারিত হওয়ার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞান অন্বেসার ক্ষেত্র সম্প্রসারিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অঁলিয়স ফ্রঁসেস চট্টগ্রামের পরিচালক র‌্যাফেয়ল জায়গির। চবি ইংরেজী বিভাগের সভাপতি প্রফেসর ড. কামালউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাট্যকলা বিভাগের সভাপতি অসীম দাশ, আধুুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক সাবরিনা ইসলাম সুইটি, অঁলিয়স ফ্রঁসেসের প্রফেসর ড. গুরুপদ চক্রবর্তী এবং অঁলিয়স ফ্রঁসেসের শিল্পী গিয়ম অঁন্দ্রে। পলেস্তারা ধসে ১০ শিক্ষার্থী আহত নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৭ এপ্রিল ॥ আমতলী উপজেলার পূর্ব কলাগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদের পলেস্তার ধসে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। জানা গেছে, ২০০১ সালে এলজিইডি ৬ লাখ টাকা ব্যয়ে উপজেলার পূর্ব কলাগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করে। পাঁচ বছর যেতে না যেতেই ভবনের ওয়াল, ফ্লোরে ফাটল ধরে এবং ছাদের পলেস্তার ধসে পরতে থাকে।
×