ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়কে দুই চালক ও ছাত্রীসহ নিহত চার

প্রকাশিত: ০৪:১০, ২৮ এপ্রিল ২০১৭

সড়কে দুই চালক ও ছাত্রীসহ নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ দুই ট্রাকের সংঘর্ষে টাঙ্গাইলে দুই চালক, চট্টগ্রামে কারের ধাক্কায় ছাত্রী ও সাতক্ষীরায় বাসের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদেরÑ টাঙ্গাইল ॥ টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর উপজেলার চরভাবলা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনাটি ঘটেছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক কালিহাতীর উপজেলার চরভাবলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের দুই চালক নিহত হয়। নিহত ট্রাক ড্রাইভার সিরাজগঞ্জ উপজেলার রানীহাটি গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২৭)। নিহত অপর চালকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ট্রাকে থাকা এক হেলপারকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার আগবিক্রমহাটি এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাকা ফেটে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ৯ জন যাত্রী আহত হয়েছে। চট্টগ্রাম ॥ নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত স্বর্ণাবালা (৯) তৃতীয় শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শিশু স্বর্ণা মাঝিরঘাট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা ॥ কালীগঞ্জে যাত্রীবাহী বাসের সংঘর্ষে আবুল কালাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আবুল কালাম দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার সিরাজ তুল্লর ছেলে।
×