ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোরেলগঞ্জে খালে বাঁধ দিয়ে পানি প্রবাহে বাধা

প্রকাশিত: ০৪:০৯, ২৮ এপ্রিল ২০১৭

মোরেলগঞ্জে খালে বাঁধ দিয়ে পানি প্রবাহে বাধা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে শত বছরের পুরনো একটি রেকর্ডীয় খালে বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি খালের ওপর দীর্ঘ কয়েক যুগের পুলটিও খুলে ফেলা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। নিশানবাড়িয়া ইউনিয়নের আলীর বাজার থেকে নলবুনিয়া হয়ে ভোলা নদীতে মিশে যাওয়া জনগুরুত্বপূর্ণ আমলকীতলা খালটিতে আকস্মিকভাবে বাঁধ দেয়ায় বিপাকে পড়েছেন কয়েক গ্রামের মানুষ। তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা জানান, ওয়ার্ড মেম্বারের উদ্যোগে ৬-৭ দিন আগে পুরনো এই খালটিতে বাঁধ দেয়া হয়েছে। এর ফলে ক্ষতির সম্মুখীন হয়েছে প্রায় ৪শ’ বিঘা জমিতে থাকা কয়েকটি মৎস্য ঘের। কোন প্রকার নোটিস বা সরকারী অনুমোদন ছাড়াই নেহায়েত ব্যক্তিগত প্রয়োজনে খালটিতে বাঁধ দিয়ে পারাপারের জন্য এখানে থাকা পুলটি ভেঙ্গে ফেলা হয়েছে। এ বিষয়ে ওয়ার্ড মেম্বার আবুল কালাম বলেন, ব্যক্তিগত উদ্যোগে খালে বাঁধ দেয়া হয়েছে। কাজটি চেয়ারম্যান ও আমার উদ্যোগে করেছি। এ সম্পর্কে চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, লবণ পানি প্রবেশ রোধে এবং স্থানীয়দের দাবির কারণে খালে বাঁধ দেয়া হয়েছে। চট্টগ্রামে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদ- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে অস্ত্র মামলায় এক সন্ত্রাসীর সতেরো বছরের কারাদ- হয়েছে। দ-িত নুরুল আমিনকে নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকা থেকে চার বছর আগে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বিলকিস আক্তার এ রায় প্রদান করেন। জানা যায়, ২০১৩ সালের ১৭ মে পুলিশ সন্ত্রাসী নুরুল আমিনকে একটি এলজি ও এক রাউন্ড রাইফেলের গুলিসহ গ্রেফতার করেছিল। এ ব্যাপারে অস্ত্র আইনের দুটি ধারায় মামলা দায়ের করেন থানার এসআই আবদুল করিম। হত্যার দায়ে ফাঁসি সংবাদদাতা, মেহেরপুর, ২৭ এপ্রিল ॥ গাঙ্গী উপজেলার কাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাকি হত্যা মামলায় আসামি রওশন আলীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপর একটি ধারায় রওশন আলীকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টিএম মুসা আসামির অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন। ডিসি সাহেবের বলী খেলা শুরু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দুই দিনব্যাপী ৬২তম ডিসি সাহেবের ঐহিত্যবাহী বলী খেলা ও বৈশাখী মেলা বৃহস্পতিবার শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও দিদার বলী, শামসু বলী ও দেশের খ্যাতনামা বলীরা এখানে অংশগ্রহণ করছেন। থাকবেন নারী বলীরাও। মেলায় বিভিন্ন দেশীয় পণ্য ছাড়াও লৌকজ এবং বৈশাখী পণ্যের পসরা বসছে। সব মিলিয়ে খেলা ও মেলা উপভোগ্য হবে এমনটা মনে করছেন সকল শ্রেণীর মানুষ। জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু ও হেলাল উদ্দিন কবির সকলকে উপভোগের জন্য আহ্বান করেছেন। মাগুরা পৌরসভাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৭ এপ্রিল ॥ বৃহস্পতিবার মাগুরা পৌরসভাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে দুপুরে শহরের নোমানী ময়দান আসাদুজ্জামান মিলনায়তনে পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। এ সময় উপস্থিত ছিলেনÑ স্থানীয় সরকার বিভাগের উপরিচালক খন্দকার আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল।
×