ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই সন্তানের জননীকে স্ত্রী দাবি করে ২ জনের মামলা

প্রকাশিত: ০৪:০৭, ২৮ এপ্রিল ২০১৭

দুই সন্তানের জননীকে স্ত্রী দাবি করে ২ জনের মামলা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৭ এপ্রিল ॥ বাউফলে দুই সন্তানের এক জননীকে (২২) দুই পুরুষ স্ত্রী হিসেবে দাবি করেছেন। তার প্রকৃত স্বামী কে? পুলিশ তা নিরূপণের জন্য বৃহস্পতিবার দুপুরে তাদের পটুয়াখালী আদালতে প্রেরণ করেছে। জানা গেছে, বাউফল পৌর শহরের ৭নং ওয়ার্ডের বকুলতলা এলাকার জনৈক এক কর্মকারের (৩৫) স্ত্রীর সঙ্গে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামের এক যুবকের (২০) মোবাইল ফোনে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং এ সম্পর্ক চলে দীর্ঘ পাঁচ বছর। একপর্যায়ে তা শারীরিক সম্পর্কে গড়ায়। গত বছর দুই সন্তানের ওই জননী তার প্রেমিককে বিয়ে করেন। কিন্তু এ বিয়ে গোপন রেখে তিনি প্রথম স্বামীর ঘরেই বসবাস করতে থাকেন। গত ১৩ এপ্রিল তিনি প্রথম স্বামীর বাড়ি ছেড়ে দ্বিতীয় স্বামীর বাড়িতে গিয়ে ওঠেন। তখন সঙ্গে করে তার ছোট সন্তানকে নিয়ে যান। ওই সন্তানের বয়স দুই বছর। এ ঘটনায় বুধবার প্রথম স্বামী বাউফল থানায় মামলা করলে পুলিশ চরওয়াডেল থেকে দুই সন্তানের ওই জননীকে তার দ্বিতীয় স্বামীসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এরপর শুরু হয় নানা নাটকীয়তা। প্রথম স্বামী তার স্ত্রী ও সন্তানকে ঘরে ফিরিয়ে নিতে নানা চেষ্টা করে ব্যর্থ হন। দুই সন্তানের ওই জননী জানান, প্রথম স্বামীর সঙ্গে তার কোন সম্পর্ক নেই। দ্বিতীয় সন্তানটি তার দ্বিতীয় স্বামীর। তিনি নোটারি পাবলিকের মাধ্যমে দ্বিতীয় বিয়ের কাগজপত্র দেখালেও প্রথম স্বামীকে তালাক দেয়ার কোন কাগজপত্র দেখাতে পারেননি। এ ব্যাপারে বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন,আদালত সিদ্ধান্ত দেবে তার প্রকৃত স্বামী কে।
×