ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেঘনা এনার্জি অধিগ্রহণ করবে হাইডেলবার্গ সিমেন্ট

প্রকাশিত: ০৪:০৫, ২৮ এপ্রিল ২০১৭

মেঘনা এনার্জি অধিগ্রহণ করবে হাইডেলবার্গ সিমেন্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেসরকারী মেঘনা এনার্জি লিমিটেডের মালিকানা অধিগ্রহণ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। এ লক্ষ্যে তারা শেয়ার সেল এ্যাগ্রিমেন্ট (এসএসএ) বাস্তবায়নে প্রয়োাজনীয় নির্ধারিত কিছু পূর্ব নির্দিষ্ট আইনী আনুষ্ঠানিকতা শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, মেঘনা এনার্জির ৪০ লাখ ৫৬ হাজার ৪৫৭টি শেয়ার ১০০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১২৪.৫২ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ২২৪.৫২ টাকা করে কিনবে হাইডেলবার্গ সিমেন্ট। এর জন্য মোট ব্যয় হবে ৯১ কোটি ৭ লাখ ৫০ হাজার ২০০ টাকা। জানা যায়, কোম্পানির কারখানা সচলে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের জন্য মেঘনা এনার্জি লিমিটেডের ৯৯.৯৯ শতাংশ শেয়ার কেনার অনুমোদন করে হাইডেলবার্গ সিমেন্টের পরিচালনা পর্ষদ। চুক্তি অনুযায়ী মেঘনা এনার্জি হাইডেলবার্গের কারখানায় নিরবচ্ছিন্ন বিদু্যূত সরবরাহ করবে। আর নির্দিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অনুমোদনসহ লেনদেনের বিষয়ে কিছু আইনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই এ প্রক্রিয়া বাস্তবায়ন হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, মূল প্রতিষ্ঠান হাইডেলবার্গ সিমেন্ট সেন্ট্রাল ইউরোপ ইস্ট হোল্ডিং বিভি’র দেয়া প্রস্তাব অনুযায়ী মেঘনা এনার্জির শেয়ার কেনার অনুমোদন দিয়েছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের পর্ষদ। এদিকে, ২০১৬ সমাপ্ত অর্থবছরে অর্জিত মুনাফার চেয়ে বেশি লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইডেলবার্গ সিমেন্ট। অর্থাৎ অতিরিক্ত অংশটুকু রিজার্ভ থেকে প্রদান করতে হবে।
×