ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তান সীমান্তে সংঘর্ষে আট ইরানী সীমান্তরক্ষী নিহত

প্রকাশিত: ০৪:০৪, ২৮ এপ্রিল ২০১৭

পাকিস্তান সীমান্তে সংঘর্ষে আট ইরানী সীমান্তরক্ষী নিহত

ইরান-পাকিস্তান সীমান্তে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে অন্তত আট ইরানী সীমান্তরক্ষী নিহত হয়েছে। বুধবার এ ঘটনা ঘটেছে বলে ইরানী রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি’র ওয়েবসাইটে বলা হয়েছে। ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের মিরজাভেহ শহরের কাছে ঘটা এ সংঘর্ষে আরও চার ইরানী সীমান্তরক্ষী আহত হয়েছে। ইরানী গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে ঘটনার জন্য জইশ আল-আদল জঙ্গীগোষ্ঠীকে দায়ী করা হয়েছে। গোষ্ঠীটির সঙ্গে আল কায়েদার সম্পর্ক আছে বলে অভিযোগ তেহরানের। গোষ্ঠীটি প্রায়ই সিস্তান-বেলুচিস্তান প্রদেশে হামলা চালায়। -ডন ব্রেক্সিটের দু’বছর আগেই ব্রেক্সিট বা ব্রিটেনের ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হতে এখনও দু’বছর বাকি। অফিসিয়ালি ব্রিটেন এখনও ইইউর সদস্য। কিন্তু ইউরোপীয় কমিশনের বুধবার প্রকাশিত এক রিপোর্টে দেয়া মানচিত্রে দেখানো হয়েছে যে ব্রিটেন আর ইইউর সদস্য নয়। ব্রাসেলস থেকে প্রকাশিত ‘রিফ্লেকশন পেপার অন দ্য ডাইমেনশন অব ইউরোপ’ নামের ওই প্রতিবেদনে ইউরোপের কর্মসংস্থানের চিত্রটি তুলে ধরা হয়েছে। -এক্সপ্রেস ইউকে হিলারি প্রেসিডেন্ট হলে... হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে তার নেতৃত্বে বিশ্ব কেমন চলত এ নিয়ে বই লিখবেন সায়েন্স ফিকশন লেখক উইলিয়াম গিবসন। বইটি আগামী জানুয়ারিতে প্রকাশ পাবে বলে জানা গেছে। ১৯৮৪ সালে লেখা নিউরোম্যান্সার বইতে তিনিই প্রথম ‘সাইবারস্পেস’ প্রসঙ্গটির অবতারণা করেছিলেন। এক সাক্ষাতকারে ৬৯ বছর বয়সী এ লেখক জানিয়েছেন তিনি প্রযুক্তি পণ্যেও চেয়ে পরিবেশের প্রতি মানুষের প্রতিক্রিয়া নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন। -গার্ডিয়ান
×