ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পঠকা পাঠিয়ে নৈরাজ্য সৃষ্টি সম্ভব নয় ॥ ডিআইজি

প্রকাশিত: ০৩:৪০, ২৭ এপ্রিল ২০১৭

পঠকা পাঠিয়ে নৈরাজ্য সৃষ্টি সম্ভব নয় ॥ ডিআইজি

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ ২/১টি পঠকা পাঠিয়ে ২০১৩/১৪ সালের নৈরাজ্য আর সৃষ্টি করা যাবে না। আগে দেশের মানুষ বোমাবাজদের দেখলে ভয় পেত,আর এখন বোমাবাজরা ভয় পায়। আজ দেশের মানুষের অনেক পরিবর্তন এসেছে,পাশাপাশি দেশেরও পরিবর্তন এসেছে,যেখানে জিডিভি প্রবৃদ্ধি ৭ পয়েন্ট ও বেশি। বৃহস্পতিবার বিকালে সীতাকুন্ড বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জঙ্গি ও অপরাধ নিয়ন্ত্রনে থানার বেসরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক ও ব্যাসায়ীদের সমন্বয়ে চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার নুরে আলম মিনা‘র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে উপরোক্ত কথা বলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বিপিএম,পিপিএম এস.এম মনির-উজ-জামান। তিনি আরো বলেন,‘আমি ইতিমধ্যে চট্টগ্রাম রেঞ্জের প্রতিটি পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে থানার অধিনস্থ কোন সভা,সমাবেশ ও মাহফিল করলে অবশ্যই ১৫ মিনিট জঙ্গিবাদের বিপক্ষে বক্তব্য প্রদান করতে হবে। ৫জানুয়ারী নির্বাচন না হলে দেশ পাকিস্তান,আফগানিস্থান ও লিবিয়ার মত জঙ্গি রাষ্ট্রে পরিণত হত। আর যারা আজ আমাদের এই দেশকে ২০১৩/১৪ সালের মত নৈরাজ্য সৃষ্টি পায়তারা লিপ্ত রয়েছেন তারা কখনো সুফল হবেন না। আমরা এ সমস্ত কুলাঙ্গার,দূস্কৃতিকারীদের ঘরের কোনায় কোনার থেকে বের করে এনে শান্তির আওতায় আনবো।’ চট্টগ্রাম জেলা পুলিশের এ,এসপি মাসুদ রেজার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত আইজি কুসুম দেওয়ান, সীতাকুন্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল মামুন,সীতাকু- উপজেলা নিবার্হি কর্মকর্তা নাজমুল ইসলাম ভ’ইয়া,সীতাকু- পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম। এসময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলার পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম,ব্রামনবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান,দৈনিক সংবাদ চট্টগ্রাম বুর্যো প্রধান নিরুপণ দাশ গুপ্তা,জিপিএইচ ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.ইসহাক, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী,পৌর কাউন্সিলর শফিউল আলম মুরাদ।
×