ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত মোক্তার হোসেন

প্রকাশিত: ০২:৪৫, ২৭ এপ্রিল ২০১৭

৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত মোক্তার হোসেন

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মোঃ শহিদুল্লাহ নামে এক অপহরণকারীকে আটক করেছে। আটক যুবক উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব হায়দরী মুড়া গ্রামের হোসেন আহমদের পুত্র বলে জানা যায়। তবে ওই অপহৃত মোক্তার হোসেন নামে আফ্রিকার মুজাম্বিক প্রবাসী অপহরণের ৩ মাসেও উদ্ধার হয়নি। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে থানা পুলিশের এসআই বাহার মিয়ার নেতৃত্বে উপজেলা সদরে অভিযান চালিয়ে অপহরণকারীকে আটক করে। অপহরণকারী আটকের বিষয়ে সত্যতা স্বীকার করে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, অপহরণ ও মুক্তিপণের বিষয়ে অপহৃতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে দেশে অবস্থানরত অপহরণকারী দলের সদস্যদের নজরদারি মধ্যে রাখা হয়। এরই প্রেক্ষিতে এজাহারভুক্ত আসামী মোঃ শহিদুল্লাহকে আটক করা হয়। বাকীদের ধরতে অভিযান চলছে বলেও তিনি জানান। এদিকে সন্তানকে হারিয়ে পুরো পরিবার নিঃস্ব ভাবে জীবন যাপন করলেও থানায় মামলা করায় অপহরণকারীর দল অপহৃতের পরিবারকে প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি দিয়ে আসছেন। এ বিষয়ে থানা পুলিশকে অবগত করেছেন বলে জানিয়েছেন অপহৃতের ভাই জয়নাল আবেদীন। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার চাম্বল ইউপি’র পূর্ব চাম্বল ছোরাইল্যা পাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র আফ্রিকার মুজাম্বিক প্রবাসী মোক্তার হোসেনকে গত ফেব্রুয়ারী মাসে অপহরণ করে মুক্তিপণ দাবী করে অপহরণকারীর দল। অপহরণকারীদের দাবী অনুযায়ী মুক্তিপণ বাবদ বাংলাদেশের ৬ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করে অপহৃতের পরিবার। অবশিষ্ট ৫ লক্ষ টাকা আফ্রিকার মুজাম্বিকে মিলিনিয়াম ব্যাংকে প্রদান করে অপহৃতের ভাই ফরিদ ও জসিম। মুক্তিপণের টাকা প্রদান করলেও অপহৃতকে ছেড়ে না দেয়ায় বাঁশখালী থানায় গত ২০ এপ্রিল অপহৃতের ভাই মোঃ জয়নাল আবেদীন বাদী হয়ে ৭ জনকে আসামী করে নিয়মিত মামলা দায়ের করে। মামলার পরিপ্রেক্ষিতে থানা পুলিশ বৃহস্পতিবার অপহরণকারীর স্থান সনাক্ত করে উপজেলা সদরে অভিযান চালিয়ে তাকে আটক করে।
×