ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা বাংলাদেশে অনুষ্টিত হবে

প্রকাশিত: ০২:১৮, ২৭ এপ্রিল ২০১৭

বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা বাংলাদেশে অনুষ্টিত হবে

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয়বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৭’। বিশ্বের তিন শতাধিক শহরের মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, খুলনা ও বরিশালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাস্থ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)-এ এই ফাইনাল হ্যাকাথন হবে। প্রতিযোগিতার আঞ্চলিক পর্যারের ৫০ টি দল এই হ্যাকাথনে অংশগ্রহণ করবে। বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। বেসিসের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বেসিসি সভাপতি মোস্তাফা জব্বার আঞ্চলিক প্রতিযোগিতায় নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, আশাকরি ফাইনাল হ্যাকাথনের মাধ্যমে আমরা ভালো কিছু পাবো। একই সঙ্গে নাসার প্রতিযোগিতায়ও বাংলাদেশ ভালো করবে। প্রতিযোগিতা সম্পর্কে http://spaceappschallenge.org ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।
×