ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নড়াইলে গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০২:১৬, ২৭ এপ্রিল ২০১৭

নড়াইলে গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলীর লাশ  উদ্ধার

নিজস্বসংবাদদাতা, নড়াইল ॥ নিখোঁজের ২দিন পর মধুমতি নদী থেকে নড়াইল গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনের (৫৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। মঙ্গলবার তিনি নড়াইল থেকে ঢাকা যাওয়ার সময় কালনা ফেরী ঘাট এলাকা থেকে নিখোঁজ হন। নিহত দেলোয়ার হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরে পরিবার নিয়ে বসবাস করেন। নড়াইল গণপূর্ত উপ বিভাগের সহকারী প্রকৌশলী শাহ্ আলম ভূঁইয়া জানান, দুই দিনের ছুটি নিয়ে দেলোয়ার হোসেন মঙ্গলবার ঈগল পরিবহনে ঢাকায় যাওয়ার জন্য রওনা হন এবং ঐ দিন রাত সাড়ে ১০টার দিকে কালনা ঘাট থেকে নিখোঁজ হন। দেলোয়ার হোসেন নড়াইলে একা থাকতেন। পরিবারের সবাই ঢাকা থাকেন। তাদের কাছে যাবার জন্যই মূলত তিনি নৈশ কোচে ঢাকা যাচ্ছিলেন। আগামী নভেম্বর মাসে তার অবসরে যাওয়ার কথা ছিল। ঈগল পরিবহনের কাউন্টার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ঢাকায় যাওয়ার জন্য ঈগল পরিবহনের টিকিট সংগ্রহ করেন এবং রাত ৯.১৫ মিনিটে ঈগলের এসি পরিবহনে নড়াইল থেকে ঢাকার উদ্যেশ্যে রওনা হন। পরিবহনে মোট যাত্রী ছিল মাত্র ৯জন। রাত সাড়ে ১০টার দিকে নড়াইলের সিমান্তবর্তী কালনা ঘাট পর হয়ে পরিবহনের সুপারভাইজার সমস্ত যাত্রী বাসে উঠেছে কিনা চেক করতে গেলে তখন দেলোয়ার হোসেনকে পাওয়া যায়নি। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ওসি এ.কে.এম আলীনুর রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের শরীরে আঘাতের কোনো চিহৃ পাওয়া যায়নি বলে তিনি জানান। লাশের ময়নাতদন্তের পর বলা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।
×