ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্গত এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ-দুদু

প্রকাশিত: ০১:৫৭, ২৭ এপ্রিল ২০১৭

দুর্গত এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ-দুদু

স্টাফ রিপোর্টার ॥ দুর্গত হাওর এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়ারয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্ল¬াবের সামনে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। দুদু বলেন, ৩০শে এপ্রিল প্রধানমন্ত্রী সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চল পরির্র্দনে যাচ্ছেন। কিন্তু ভুটান সফরের আগে তাঁর সেখানে যাওয়া উচিত ছিল। এরপরেও তিনি বিরোধী দলের চাঁপের মুখে হাওর অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন। তাই তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর দেখা উচিত কেন আমরা হাওর অঞ্চলকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছি। দুদু বলেনম আমরা নির্বাচন করতেই চাই। তবে ২০১৪ সাল থেকে আমরা বলে আসছি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার প্রয়োজন। এ সরকার যে নামই দেয়া হোক না কেন আমরা নির্বাচনে যাবো। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, যদি সঠিক নির্বাচন চান তাহলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলাসহ সকল নেতাকর্মীদের মামলা প্রতাহার করুন। নির্বাচনী পরিবেশ তৈরি করুন, আলোচনায় বসুন। অন্যথায় বিএনপি কর্মসূচি দিলে দেশে যে পরিস্থিতি তৈরি হবে তার দায়ভার সরকারকেই নিতে হবে।
×