ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর অনেক আগেই দুর্গত হাওড় এলাকায় যাওয়া দরকার ছিল- ফখরুল

প্রকাশিত: ০১:১৩, ২৭ এপ্রিল ২০১৭

প্রধানমন্ত্রীর অনেক আগেই দুর্গত হাওড় এলাকায় যাওয়া দরকার ছিল- ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশে সুশাসন নেই বলেই এখনও হাওড়াঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করা হচ্ছে না বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রবিবার ধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের দুর্গত এলাকায় যাচ্ছেন। তবে আমরা মনে করি, তাঁকে অনেক আগেই দুর্গত হাওড় এলাকায় যাওয়া দরকার ছিল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। উল্লেখ্য, এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে বারডেম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে দেখতে যান। এ সময় তিনি সানাউল্লাহ মিয়ার চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোজখবর নেন। এ ছাড়া তিনি অসুস্থ সানাউল্লাহ মিয়া ও সেখানে উপস্থিত তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিএনপি মহাসচিব বলেন, আমাদের হাওর অঞ্চলে এতো বড় একটা দুযোর্গ হয়ে গেছে আর সেসময় হাওড় অধিদফতরের কর্মকর্তাারা যদি বিদেশে যান, তাহলে বুঝতে হবে দেশে কোন সরকার নেই এবং তাদের কোন দায়বদ্ধতাও নেই। এ সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে এমটাই প্রমাণ করে। দেশে যে এখন কোন সুশাসন নেই তাও বোঝা যায়। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করতে চাই। কিন্তু আমাদেরকে ইতোমধ্যে ডিএমপি থেকে জানিয়ে দেয়া হয়েছে যে, পহেলা মে সমাবেশের অনুমতি পাবো না। তারা বলেছে, ২/৩ তারিখে অনুমতি দিতে পারে। সেজন্য আমরা নতুন করে আবেদন করেছি। আশা করছি আমাদের সমাবেশ করার অনুমতি দিয়ে গণতান্ত্রিক অধিকার পালনের সুযোগ দেয়া হবে। তিনি বলেন, এ সরকার তার নীতিবিরোধী দলকে কোনও সভা-সমাবেশ করতে দেবে না- আমাদের সমাবেশ করতে এখনও অনুমতি না দেয়া তারই বহি:প্রকাশ। এ থেকে বোঝা যায় দেশে গণতন্ত্রের অবস্থাটা এখন কোন জায়গায় আছে।
×