ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হাওড়াঞ্চলে ত্রাণ তৎপরতা চালাতে বাধা দিচ্ছে সরকার- রিজভী

প্রকাশিত: ০১:১২, ২৭ এপ্রিল ২০১৭

হাওড়াঞ্চলে ত্রাণ তৎপরতা চালাতে বাধা দিচ্ছে সরকার- রিজভী

স্টাফ রিপোর্টার ॥ হাওড়াঞ্চলে ত্রাণ তৎপরতা চালাতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি ক্ষতিগ্রস্থ হাওড় এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান। রিজভী অভিযোগ করেন, বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য শুক্রবার সুনামগঞ্জে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সফরের অজুহাত তুলে স্থানীয় প্রশাসন বিএনপির ত্রাণ প্রতিনিধি দলের সফর আগেই বানচাল করে দেয়। তিনি অভিযোগ করেন, অধিকাংশ উপদ্রুত এলাকায় বিপন্ন মানুষগুলোর কাছে সরকারের সহায়তা পৌঁছায়নি। নেত্রকোনায় হাওর এলাকায় সরকারের এক মন্ত্রী গুটিকয়েক দুর্গত মানুষকে ত্রাণ দিয়ে ঢাকায় চলে এসেছেন। দুর্গত মানুষদের ত্রাণ দেয়ার ক্ষেত্রেও দলীয়করণ করা হচ্ছে। তিনি বলেন, ক্ষমতাসীন সরকারের সমর্থক মহা বিজ্ঞানীরা কেন হাওর অঞ্চলের ব্যাপক মড়কের কারণ ব্যাখ্যা করছেন না তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে।
×