ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহজালালে সোয়া কোটি টাকার স্বর্নের বারসহ যাত্রী গ্রেফতার

প্রকাশিত: ০১:০৯, ২৭ এপ্রিল ২০১৭

শাহজালালে সোয়া কোটি টাকার স্বর্নের বারসহ যাত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে ২২টি স্বর্নের বারসহ আজিজুর রহমান (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক প্রিভেনটিভ দল। শুল্ক কর্তৃপক্ষ জানান, ২২টি স্বর্নের বারের ওজন আড়াই কেজি। যার অনুমানিক মূল্য সোয়া কোটি টাকা। বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার এ এইচ এম আহসানুল কবির জানান, বৃহস্পতিবার সকাল ৯টা ৫২ মিনিটে রিজেন্ট এয়ারওয়েজের মাস্কট চট্রগ্রাম-ঢাকার আরএক্স ৭২৪ ফ্লাইট শাহজালালে অবতরণ করেন। ওই ফ্লাইটের যাত্রী আজিজুর রহমান সকাল সাড়ে ১০টার দিকে আগমনি লাউঞ্জে আসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তার দেহে তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা ২২টি স্বর্ণের বার পাওয়া যায়। এর ওজন আড়াই কেজি। দাম প্রায় এক কোটি ২৫ লাখ টাকা। তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত আজিজুর জানিয়েছেন, পেশায় তিনি ইলেক্ট্রনিক্স মিস্ত্রি। চট্রগ্রাম এয়ারক্রাফটে উঠে স্বর্ণের বারগুলো সংগ্রহ ও নিজের শরীরে লুকিয়ে রাখেন। পরে তাকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে বলে জানান আহসানুল কবির।
×