ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবরোধ প্রত্যাহারের পর স্বাভাবিক এলিফ্যান্ট রোড

প্রকাশিত: ০০:০৪, ২৭ এপ্রিল ২০১৭

অবরোধ প্রত্যাহারের পর স্বাভাবিক এলিফ্যান্ট রোড

অনলাইন রিপোর্টার ॥ বকেয়া বেতন-ভাতার দাবিতে প্রায় সাড়ে তিন ঘণ্টা রাস্তা অবরোধ থাকার পর রাজধানীর এলিফ্যান্ট রোড দিয়ে যান চলাচল শুরু হয়েছে। চার মাসের বাড়তি বেতন না পাওয়া এবং কারখানার স্থান বদল করা হচ্ছে—এমন অভিযোগ তুলে তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এই রাস্তা অবরোধ করে রাখেন। পরে মালিকপক্ষের আশ্বাসে বেলা ২টা ৪০ মিনিটে এ অবরোধ তুলে নেন তাঁরা। জানা যায়,হেক্সা গার্মেন্টসের কর্মীরা সড়ক অবরোধ করে রেখেছিলেন। মালিকপক্ষের লোকজন এসে তাঁদের দাবিদাওয়া পূরণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। এলিফ্যান্ট রোডসংলগ্ন কফি হাউস গলির একটি সাততলা ভবনে এই হেক্সা গার্মেন্টস। শ্রমিকেরা বলেন, অনেক দিন থেকেই এই প্রতিষ্ঠানে কোনো কাজ নেই। তাঁরা বাড়তি সময়ও (ওভার টাইম) কাজ করতে পারেন না। এটি আলিফ টেক্সটাইল লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। আলিফ টেক্সটাইল লিমিটেডের আরও অনেক তৈরি পোশাক কারখানা রয়েছে। সেসব কারখানায় জানুয়ারি মাসে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হলেও হেক্সাতে করা হয়নি বলে দাবি করেন শ্রমিকেরা। শ্রমিকদের অভিযোগ, এ কারখানা বন্ধ করার চেষ্টা করছে মালিকপক্ষ। এ জন্য তাঁরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এসবের প্রতিবাদে তাঁরা রাস্তা অবরোধ করেছেন।
×