ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিনোদ খন্নার প্রয়াণে টুইটারে শোকবার্তা জানাল বলিউড

প্রকাশিত: ২২:২৮, ২৭ এপ্রিল ২০১৭

বিনোদ খন্নার প্রয়াণে টুইটারে শোকবার্তা জানাল বলিউড

অনলাইন ডেস্ক ॥ বৃহস্পতিবার মুম্বইতে ৭০ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেতা বিনোদ খন্না। গত ৩১ মার্চ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতাল সূত্রে এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার সকাল ১১ টা ২০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিনোদ খন্না। ইউরিনারি ব্লাডারে অত্যধিক সংক্রমণের জন্য তাঁর মৃত্যু হয়েছে।’ চার ছেলে রাহুল, অক্ষয়, সাক্ষী ও এক মেয়ে শ্রদ্ধা এবং স্ত্রী কবিতা খন্নাকে রেখে গেলেন বিনোদ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। এই খবর পাওয়ার পরই ‘সরকার থ্রি’-এর প্রোমোশনাল ইভেন্ট বাতিল করে হাসপাতালে পৌঁছে গিয়েছেন অমিতাভ বচ্চন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন, ‘প্রখ্যাত অভিনেতা এবং বিজেপি সাংসদ বিনোদ খন্নার মৃত্যুতে সমবেদনা জানাচ্ছি।’ আশা ভোঁসলে টুইট করেছেন, ‘খুব খারাপ লাগছে বিনোদ খন্নাজির খবর শুনে। শেষদিন পর্যন্ত একজন তারকা ছিলেন। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’ ‘অমর আকবর অ্যান্টনি’তে অমরের চরিত্রে অভিনয় করেছিলেন বিনোদ। সেই কথা মনে রেখে ঋষি কপূরের টুইট, ‘তোমাকে মিস করব অমর। রেস্ট ইন পিস।’ অনুপম খের লিখেছেন, ‘বিনোদ খন্নাকে ওঁর লার্জার দ্যান লাইফ পারফরম্যান্সের জন্য মনে রাখব। ওঁর মতো খুব কম মানুষই আছেন। মিস করব স্যার।’ শত্রুঘ্ন সিন্‌হার টুইট, ‘বিনোদ খন্না সত্যিই আমার আপন ছিলেন। আমি শ্রদ্ধা করতাম। দারুণ হ্যান্ডসাম ও ট্যালেন্টেড সুপারস্টার আর নেই।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×