ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

২০ মাসের মধ্যে রুপির দাম সর্বোচ্চ

প্রকাশিত: ২২:০৮, ২৭ এপ্রিল ২০১৭

২০ মাসের মধ্যে রুপির দাম সর্বোচ্চ

অর্থনৈতিক রিপোর্টার॥ চাঙা হয়ে উঠেছে ভারতের শেয়ারবাজার। ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে মুদ্রা রুপি। গত বুধবার সেনসেক্স এবং নিফটি সূচকের রেকর্ড উত্থানের পাশাপাশি ডলারের বিপরীতে রুপির দাম বেড়েছে, যা ২০ মাসের মধ্যে সর্বোচ্চ। আন্তর্জাতিক বাজারে অর্থনৈতিক পুনরুদ্ধার এবং স্থানীয় বাজারে বিনিয়োগ বৃদ্ধির ফলে এই চাঙাভাব। খবর রয়টার্সের। বুধবার বেঞ্চমার্ক সেনসেক্স সূচক শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে রেকর্ড ৩০ হাজার ১৩৪ দশমিক ৬৯ পয়েন্ট। ২০১৫ সালের মার্চের রেকর্ডকে অতিক্রম করে গেছে এই উত্থান। এ বছর ভারতের শেয়ারবাজারে ও বন্ড বাজারে বিদেশি বিনিয়োগকারীরা নেট ১৬ বিলিয়ন ডলার এনেছে। গত বুধবার রুপির দাম বেড়ে প্রতি ডলারে হয় ৬৩.৯৩ রুপি, যা ২০১৫ সালের আগস্টের পর সর্বোচ্চ। গত মঙ্গলবার ডলারের বিপরীতে রুপি ছিল ৬৪.২৬।
×