ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্ত্র মজুদ করেছে উত্তর কোরিয়া

প্রকাশিত: ১৯:৪৯, ২৭ এপ্রিল ২০১৭

অস্ত্র মজুদ করেছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র ও তার মিত্র দক্ষিণ কোরিয়াকে নিশ্চিহ্ন করার প্রস্তুতি সেরে ফেলে উত্তর কোরিয়া। এজন্য দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সমর্থকরা প্রায় ৫ মিলিয়ন পারমাণবিক বোমা নিয়ে প্রস্তুত রয়েছে। দেশটির যুব লীগের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডেইলি মেইল। দেশটির কেন্দ্রীয় কিমিলসুনজিস্ট-কিমজংগিলিস্ট যুব লীগের পক্ষে থেকে দেওয়া এই বার্তায় বলা হয়েছে, যদি একবার তাদের আক্রমণ শুরু করা হয়, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। খবরে আরও বলা হয়, যুবকরা যুক্তরাষ্ট্র ও তাদের প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করার প্রতিজ্ঞা করেছে, যদি তাদের দু'পক্ষে কেউ একটি ন্যূনতম ক্রোধ সৃষ্টি করে, তাহেল আন্তর্জাতিক উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে। গত কিছুদিন ধরেই, কোরীয় উপদ্বীপ ঘিরে উত্তেজনা বেড়েই চলেছে। যদিও উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ এবং কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে দেশটিকে ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্র কর্মসূচী পরিত্যাগে দেশটিকে বাধ্য করায় যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বলে খবর প্রকাশ হচ্ছে। তার মধ্যে এরকম উত্তেজনামূলক মন্তব্য করল উত্তর কোরিয়া।
×