ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গসিপ

প্রকাশিত: ০৭:১৪, ২৭ এপ্রিল ২০১৭

গসিপ

বিমান কিনেছেন দিলজিৎ দিলজিৎ দোসাঞ্জ পাঞ্জাবের সুপার স্টার। ছবির নায়ক। পাঞ্জাবি ভাষার জনপ্রিয় গায়কও তিনি। ‘উড?তা পঞ্জাব’ ছবি দিয়ে বলিউডে তার অভিষেক। ‘উড়তা পাঞ্জাব’ এবং ‘ফিল্লৌরি’ ছবিতে অভিনয়ের পর অনেক প্রশংসা কুড়িয়েছেন দিলজিৎ। ‘উড়তা পাঞ্জাব’-এর জন্য ফিল্মফেয়ারে পেয়েছেন সেরা নবীন অভিনেতার পুরস্কার। ‘ফিল্লৌরি’তে ছিলেন আনুশকার নায়ক।তারপর থেকে আর ঘুরে তাকাতে হয়নি। একের পর এক ছবি । সামনের মাসে ওয়ার্ল্ড ট্যুর ও আছে দিলজিতের। ৬ মে ভ্যাংকোভার, ১৩ মে অ্যাডমন্টনে নর্থ ল্যান্ড কলিসিয়াম হল, ১৭ মে উইনিপেগ আর ২২ মে টরোন্টোর পাওয়ার গ্রেড সেন্টারে গান করবেন দিলজিৎ।দিলজিৎ দোসাঞ্জ পাঞ্জাব থেকে মুম্বাই যাতায়াত করতে হচ্ছে নিয়মিত। এতো দৌর ঝাপ সামাল দিতে এবার তিনি কিনে ফেললেন ব্যক্তিগত জেট বিমান।তরুণ তারকাদের দেখা যায় বাইক বা গাড়ি কিনতে। দিলজিৎ সেখানে এগিয়ে । কিনে ফেললেন ব্যক্তিগত জেট বিমান।বিমান কেনার পর ভক্ত ও বন্ধুদের সেটা জানাতে টুইটারে আপলোড করেছেন একটি ভিডিও। তিন দিনে হাজার কোটি টাকা আয় পূর্বের রেকর্ড ভেঙ্গে নুতুন রেকর্ড গড়েছে ‘দ্য ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৮’। ২৫ কোটি মার্কিন ডলার বাজেটের এই ছবি প্রথম চার দিনেই আয় করেছে ৫৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার। ১৪ এপ্রিল যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘দ্য ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৮’। এর মধ্য দিয়ে মুক্তির তিন দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড ভাঙল ছবিটি। এর আগে ৪২৮৭ কোটি ৫৪ লাখ টাকা আয় করে এ রেকর্ড এত দিন ছিল ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেনস’ ছবির ঘরে। অ্যাকশান থ্রিলার ভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজির অষ্টম ছবিটি ইস্টারের ছুটিতে বিশ্বব্যাপী আনুমানিক ৫৩২.৫ মিলিয়ন ডলার আয় করেছে। যেখানে স্টার ওয়ার্স দ্য ফোর্স অ্যাওকেন ছবিটি সর্বোচ্চ ৫২৯ মিলিয়ন ডলার আয় করেছিল। ফিউরিয়াস-৭ ২০১৫ সালে যখন মুক্তি পেয়েছিল তখন এটি ১৪৭.২ মিলিয়ন ডলার দিয়ে শুরু করেছিল। এবারের পর্ব ‘দ্য ফেইট অব দ্য ফিউরিয়াস’। পরিচালনা করেছেন এফ গ্যারি গ্রে। অভিনয় করেছেন ভিন ডিজেল, ডোয়াইন জনসন, জ্যাসন স্ট্যাথাম। এবার যুক্ত হয়েছেন নতুন মুখ শার্লিজ থেরন। ছবিতে খলচরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী এই অভিনেত্রী। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেন জেসন স্ট্যাথাম।ছবিটিতে ড্রাগস বা প্রতিশোধপরায়ণ কোনও নায়কের কাহিনী দেখানো হয়নি। ছবিটিতে শুধু গাড়ির একে অপরের সাথে প্রতিযোগিতা দেখানো হয়েছে এবং যা যথেষ্ট আনন্দদায়ক।দি ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসের যাত্রা ২০০১ সালে শুরু হয়েছিল এবং ছবিটির আরো দুই পর্ব ২০১৯ ও ২০২১ সালে মুক্তির পরিকল্পনা নেওয়া হয়েছে। আবার জুলিয়া রবার্টস ‘প্রিটি ওম্যান’ খ্যাত অভিনেত্রী জুলিয়া রবার্টস। শুধু সিনেমার জন্যই নয়, বাস্তবেও এই মার্কিন অভিনেত্রী পেয়েছেন সেরা সুন্দরীর খেতাব। আবারও পৃথিবীর অন্যতম সেরা সুন্দরীর খেতাব জয় করলেন জুলিয়া। ৪৯ বছর বয়সে পঞ্চমবারের মতো সেরা সুন্দরী হয়ে রেকর্ড করলেন এই নন্দিত নায়িকা। ২০০০, ২০০৫ এবং ২০১০ সালে আরও তিনবার পিপল ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর খেতাব পেয়েছেন জুলিয়া রবার্টস। পিপল ম্যাগাজিন যদিও বরাবরের মতোই সেরা সুন্দরীর তালিকাটি প্রকাশ করেছে, ভক্তদের কাছে হলিউডের প্রত্যেক অভিনেত্রীই আকর্ষণীয়। ২০১৭ সালের সেরা সুন্দরীর তালিকায় জুলিয়া রবার্টসকে নির্বাচনের পেছনে কারণ হলো, ৪৯ বছর বয়সেও যেমন এ নারী সব সময়ের মতো
×