ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মলয় বিকাশ দেবনাথ

আফগান যুদ্ধে ব্র্যাড পিট

প্রকাশিত: ০৭:১৩, ২৭ এপ্রিল ২০১৭

আফগান যুদ্ধে ব্র্যাড পিট

মিঃ স্মিথ নামে খ্যাত অভিনেতা উইলিয়াম ব্র্যাডলি পিট (ব্র্যাড পিট) দুনিয়াব্যাপী দর্শকের মনে এক রোমাঞ্চকর অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছে। টেলিভিশনে অতিথি শিল্পীর মাধ্যমে পিট তাঁর অভিনয় জীবনের হাতেখড়ি । সেটি ছিল ১৯৮৭ সালে সিবিএস থেকে প্রচারিত ধারাবাহিক নাটক ‘ডালাস’। তবে তিনি পরিচিতি লাভ করেন ১৯৯১ সালে পথ চলচ্চিত্র ‘থেলমা এ্যান্ড লুইস’-এ জিনা ডেভিসের বিপরীতে একজন হিচ হাইকারের অভিনয় করে। এরপর ১৯৯২ সালে ‘আ রিভার রানস থ্রু ইট ও ইনারভিউ উইল দ্যা ভ্যাম্পায়ার’ (১৯৯৪) চলচ্চিত্রে মূল ভূমিকায় অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র জীবনে পেশাদারিত্ব শুরু হয়। জেনিফার এ্যানিস্টনের সঙ্গে পাঁচ বছর বিবাহিত জীবন অতিবাহিত করার পর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তারপর তিনি অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সম্পর্কে জড়ান। তার ‘প্ল্যান বি এন্টারটেনমেন্ট’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে, যা ২০০৭ সালে সেরা চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার পায় ‘দ্যা ডিপার্টেড’। জোলির সাথে সম্পর্কের বদৌলতে তিনি যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে বিভিন্ন সামাজিক কর্মকা-ে জড়িত ছিলেন যা তার ব্যক্তিজীবনকে আরও সমৃদ্ধ করে এবং দর্শক-জনপ্রিয়তা বৃদ্ধি করে। ১৯৯৯ সালে ‘ফাইট ক্লাব’ মুভিটি করার পর তিনি ২০০১ এ অভিনয় করেন ‘ওশান’স ইলেভেন’ এ। এর জনপ্রিয়তা এতটাই ছিল যে, ২০০৪ এর ২য় পর্ব ‘ওশান’স টুয়েলভ ও ২০০৭ এ ‘ওশান’স থার্টিন’ করেন। তাঁকে সবচেয়ে বেশি বাণিজ্যিক সফলতা এনে দেয় ২০০৪ সালে মুক্তি পাওয়া ঐতিহাসিক ‘ট্রয়’ মুভিটি। ২০০৫ সালে মুক্তি পেয়ে দর্শকমনে সাড়া জাগিয়েছিল স্বামী-স্ত্রী অভিনীত ‘মি এ্যান্ড মিসেস স্মিথ’। ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’ পিট অভিনীত আরেকটি ব্যবসাসফল ছবি যা মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। পিট তার ২য় ও ৩য় একাডেমি এ্যাওয়ার্ড পেয়েছিল ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘দ্যা সার্কাস কেস অব বেনজামিন বাটন’ এবং ২০১১ সালে ‘মানিবল’ ছবির জন্য। সাত বছর একসঙ্গে বসবাসের পর ২০১২ সালে জোলি ও পিট তাদের এঙ্গেজমেন্টের ঘোষণা দেয় এবং ২৩ আগস্ট ২০১৪ তে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। দীর্ঘদিনের এ সম্পর্কের ইতি টানেন গত বছর ১৯ সেপ্টেম্বর।ব্যক্তি জীবনে বিচ্ছেদ ও বিরতীর পর দুই বছর পর আগামী ২৬ মে ২০১৭ মুক্তি পেতে যাচ্ছে ব্র্যাড পিটের অভিনীত ছবি ‘ওয়ার মেশিন’। রাজনৈতিক পটভূমিতে নির্মিত হাস্যরসাত্মক ছবিটি নির্দেশনা দিয়েছেন ডেভিড মেক্্ড। ২০১১ সালের সর্বোচ্চ বিক্রীত বই ‘দ্যা অপারেটর্স’ এর অবলম্বনে ছবিটির চিত্রনাট্য রচনা করেন ডেভিড মেক্্ড। ২০১২ সালের ২৭ এপ্রিল নিউ রিজেন্সি এবং পিটের প্রযোজনা প্রতিষ্ঠান ‘প্ল্যান বি এন্টারটেনমেন্ট’র যৌথ উদ্যোগে মুভিটি নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হয়। এর পর ৬০ মিলিয়ন ডলারের বিনিময়ে ছবিটির স্বত্বাধিকারী হয় নেটফ্লিক্স প্রযোজনা প্রতিষ্ঠান। ছবিতে একজন ৪ তারাবিশিষ্ট জেনারেলের ভূমিকায় অভিনয় করেন ব্র্যাড পিট। ছবিতে দেখানো হয়, আফগানিস্তান যুদ্ধপরবর্তী অবস্থায় সেদেশের সাধারণ মানুষের কল্যাণের নিমিত্তে ন্যাটো একটি সামরিক দল পাঠায়, যার দায়িত্ব দেয়া হয় জেনারেল ডেন ম্যাকমোহনের (ব্র্যাড পিট) ওপর। ছবির প্রয়োজনে পরিচালক সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের চরিত্র ও চলচ্চিত্রে তুলে আনেন। সম্পূর্ণ ভিন্নধর্মী ছবিটি নিশ্চয়ই দর্শক সাড়া পাবে।
×