ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চেক জালিয়াতি রোধে নতুন দিক নির্দেশনা দিবে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০২:৫৬, ২৬ এপ্রিল ২০১৭

চেক জালিয়াতি রোধে নতুন দিক নির্দেশনা দিবে বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংকিং খাতে চেক জালিয়াতি কোনভাবেই থামছে না। জালিয়াতি ঠেকাতে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেকটার রিকগনিশন (এমআইসিআর) চেক চালু করেও রেহাই মিলছে না। চেকের পাতা বা চেকবই চুরি, আসল চেকের সিরিয়ালে জাল চেক মুদ্রণ, স্বাক্ষর জালিয়াতি, চেকের মূল্যমান, গ্রাহকের নাম ও এমআইসিআর লাইন প্রভৃতি ঘষামাজা ও পরিবর্তনের মাধ্যমে গ্রাহকের একাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। সম্প্রতি সময়ে গ্রাহকের হিসাব হতে চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনা বেড়েছে। এ সংক্রান্ত প্রায়ই অভিযোগ আসছে কেন্দ্রীয় ব্যাংকে। শুধু তাই নয়, সম্প্রতি চেক জালিয়াতি নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে অভিযোগ করেছেন একজন ভুক্তভোগি। এমতাবস্থায় চেক জালিয়াতি রোধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নতুন করে দিকনির্দেশনা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল বৃহস্পতিবার দেশের সব তফসিলী ব্যাংকগুলোর সাথে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ দিকনির্দেশনা দেবেন গভর্নর ফজলে কবির। বৈঠকে সব ব্যাংকের প্রধান নির্বাহীরা অংশ নেবেন। এদিকে, চেক জালিয়াতির সাথে চেক প্রস্তুতকারি কোম্পানি লোকজন ছাড়াও ব্যাংকের অসাধু কর্মকর্তারা জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিস্টরা। বিভিন্ন সময়ে এর সত্যতাও মিলছে।
×