ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘আমার স্বপ্ন বার্সেলোনার কোচ হওয়া’

প্রকাশিত: ০২:৪০, ২৬ এপ্রিল ২০১৭

‘আমার স্বপ্ন বার্সেলোনার কোচ হওয়া’

অনলাইন ডেস্ক ॥ বার্সেলোনার হয়ে খেলেছেন প্রায় দুই দশক। দুই বছর আগে ন্যু-ক্যাম্পকে বিদায় জানিয়েছিলেন জাভি হার্নান্দেজ। আপাতত খেলছেন কাতারে। তবে এই স্প্যানিশ তারকার হৃদয় জুড়ে রয়েছে শৈশবের ক্লাব বার্সেলোনা; যেখানে তিনি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গড়ে ওঠেন। এর আগেও বেশ কয়েকবার বার্সেলোনার কোচ হওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন জাভি। ফের নতুন করে একই কথা শোনালেন তিনি। বার্সেলোনার কোচ হওয়ার স্বপ্নের কথা জানালেন ন্যু-ক্যাম্পের আলো-বাতাসে খেলোয়াড় হিসেবে বেড়ে ওঠা জাভি। পেপ গার্দিওলা জাভিকে কাতালানদের ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন। বার্সার হয়ে ৮টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ এবং দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন এই স্প্যানিশ তারকা। কোচ হওয়ার স্বপ্ন যে এখনো লালন করছেন সেটি জানিয়েছেন জাভি। বুধবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে জাভি বলেছেন, ‘আমি কাতারে শুধু ফুটবল খেলতেই আসিনি। আমি একজন কোচ হতে চাই।’ ২০২২ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কাতার। সেই বিশ্বকাপ যাতে সফলভাবে আয়োজন করতে পারে মরুর দেশটি সেজন্য তাদের সাহায্য করতে চান জাভি, ‘আমার লক্ষ্য হলো ২০২২ বিশ্বকাপে সফলভাবে সম্পন্ন করতে কাতারকে সাহায্য করা। এরপর বার্সেলোনায় ফিরে যাওয়ার ইচ্ছে আছে আমার।’ এরপরই নিজের লালিত স্বপ্নের কথা শোনালেন জাভি, ‘আমার অন্যতম একটি স্বপ্ন হলো ভবিষ্যতে বার্সেলোনার কোচ হওয়া।’ ২০২২ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কাতার। সেই বিশ্বকাপ যাতে সফলভাবে আয়োজন করতে পারে মরুর দেশটি সেজন্য তাদের সাহায্য করতে চান জাভি, ‘আমার লক্ষ্য হলো ২০২২ বিশ্বকাপে সফলভাবে সম্পন্ন করতে কাতারকে সাহায্য করা। এরপর বার্সেলোনায় ফিরে যাওয়ার ইচ্ছে আছে আমার। আমার স্বপ্ন বার্সেলোনার কোচ হওয়া’ লা মাসিয়া একাডেমিতে বেড়ে ওঠার পর ১৯৯৮ সালে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক হয় জাভির। ১৭ মৌসুমে ন্যু-ক্যাম্পের দলটির হয়ে ৭৬৭ ম্যাচ খেলে ৮৫ গোল করেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। বার্সেলোনার হয়ে ২৫টি শিরোপা জেতার পাশাপাশি স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালের ইউরো কাপ জেতেন তিনি। ২০১৫ সালে বার্সা ছেড়ে কাতারের আল সাদ ক্লাবে যোগ দেন জাভি।
×