ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ২৩:৩৯, ২৬ এপ্রিল ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে ৬৭৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কালের তুলনায় ১৭৭ কোটি ৪১ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে ৫০০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০১টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৮ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইনান্স, ইউনাইটেড পাওয়ার, আইডিএলসি, আইসিবি, প্রাইম ব্যাংক, আর্গন ডেনিম, বে´মিকো, আরএসআরএম স্টিল, ইসলামী ব্যাংক ও ডেসকো। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইনান্স, আর্গন ডেনিম, ফাইন ফুড, প্রিমিয়ার লিজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইন্টারন্যাশনাল লিজিং, মার্কেন্টাইল ব্যাংক, যমুনা ব্যাংক, সোসাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ক্যাপিটাল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইউসিবিএল, বিডিকম, রিলায়েন্স ১, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, পিপলস লিজিং, হাইডেলবার্গ সিমেন্ট্, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ডিবিএইচ মিউচুয়াল ফান্ড ও প্রাইম টেক্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেঞ্জে (সিএসই) ৪৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৮৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কাবাংলা ফাইনান্স, প্রাইম ব্যাংক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, মার্কেন্টাইল ব্যাংক, আর্গন ডেনিম, এ´মি ব্যাংক, ব্যাংক এশিয়া, ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।
×