ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমেরিকার সঙ্গে ভারতের নৌ মহড়া

প্রকাশিত: ১৮:৩৭, ২৬ এপ্রিল ২০১৭

আমেরিকার সঙ্গে ভারতের নৌ মহড়া

অনলাইন ডেস্ক ॥ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো আমেরিকার সঙ্গে নৌ মহড়া শুরু করতে যাচ্ছে ভারত। এ মহড়ার নাম দেয়া হয়েছে 'মালাবার এক্সারসাইজ'। খবর আনন্দবাজারের। বঙ্গোপসাগরের মালাবারে জুলাইয়ে এ মহড়া অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে জাপানের নৌবাহিনীও। প্রতি বছরই নিয়মিতভাবে আমেরিকা-ভারতের এ মহড়া অনুষ্ঠিত হয়। ২০১৫ সাল থেকে এ মহড়ায় স্থায়ীভাবে যুক্ত হয় জাপান। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় অংশ নেবে বিমানবাহী রণতরী, পরমাণু ক্ষেপণাস্ত্র সম্বলিত ডুবোজাহাজ ও যুদ্ধবিমান। এর আগে যত নৌ মহড়া হয়েছে, এ বারের মহড়া তার থেকে অনেক বড় আকারে হতে চলেছে। তবে আমেরিকার সঙ্গে ভারতের নৌ মহড়াকে ভালোভাবে নিচ্ছে না চীন। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম 'পিপলস ডেইলি'র একটি প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির উচিত সামরিক উচ্চাকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রেখে দেশের অর্থনীতির উন্নতিতে জোর দেওয়া।
×