ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্বাসনালীর চিকিৎসা প্রয়োজন সিনিয়র বুশের

প্রকাশিত: ১৮:১২, ২৬ এপ্রিল ২০১৭

শ্বাসনালীর চিকিৎসা প্রয়োজন সিনিয়র বুশের

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ক্রনিক ব্রংকাইটিসে আক্রান্ত হয়েছেন। ডাক্তার বলেছেন ৯২ বছর বয়সী সাবেক এই রাষ্ট্র নেতার শ্বাসনালীর চিকিৎসা প্রয়োজন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে জর্জ এইচ ডব্লিউ বুশকে গত ১৪ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর চিকিৎসকরা তাকে নিউমোনিয়া থেকে পুনরুদ্ধার করেন। বর্তমানে ক্রনিক ব্রংকাইটিসের জন্য তাকে চিকিৎসা করা হচ্ছে। এই সপ্তাহের শেষে হিউস্টন মেথডিস্ট হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরতে পারবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে তাকে বাড়িতেই শ্বাসনালীর চিকিৎসা চালিয়ে যেতে হবে। পলমোনিয়ালজিস্ট ডাঃ ক্লিন্ট ডোরি এক বিবৃতিতে বলেছেন, 'রাষ্ট্রপতি বুশ নিউমোনিয়া থেকে উদ্ধার পেয়েছেন, তবে ক্রনিক ব্রংকাইটিস এর প্রভাব মোকাবেলা করছেন, যা তার বয়সের তুলনায় ব্যাপক। ' তিনি জানিয়েছেন, তার দল বুশের শ্বাস নিরীক্ষণ করবে। এ সপ্তাহের শেষ দিকে বুশ হাসপাতাল ত্যাগ করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। তিনি বলেন, 'প্রেসিডেন্ট বুশ যখন বাড়িতে থাকবেন, আমরা ক্রনিক ব্রংকাইটিস এর প্রভাবকে দূর করার জন্য শ্বাসনালীর চিকিৎসা চালিয়ে যাব। ' এইচ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশের পিতা। জর্জ ডব্লিউ বুশ দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। ছেলেদের মতো সিনিয়র বুশও রিপাবলিকান ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের দুই মেয়াদে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেন। পরে ১৯৮৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে চার বছর ছিলেন তিনি। উল্লেখ্য, ২০১৪ সালে দুইবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একবার নিউমেনিয়ায় আক্রান্ত হয়ে ও পরে শ্বাসকষ্টজনিত অসুস্থতায়। সূত্র: ডেইলি মেইল অবলম্বনে।
×