ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারতে তিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক

প্রকাশিত: ১৮:০০, ২৬ এপ্রিল ২০১৭

ভারতে তিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক

অনলাইন ডেস্ক ॥ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক করে লেখা হল ‘পাকিস্তান জিন্দাবাদ’। শুধু দিল্লি বিশ্ববিদ্যালয় নয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, দিল্লি আইআইটিরও ওয়েবসাইট হ্যাক করে একই কথা লেখা হয়েছে। সেই সঙ্গে কাশ্মীরের স্বাধীনতার দাবিতে একটি বার্তাও লিখেছে দুষ্কৃতিকারীরা। সেখানে কাশ্মীরে সেনাবাহিনীর অত্যাচারের ভিডিও পোস্ট করে বলা হয়েছে ‘মাননীয় ভারত সরকার, আপনি কি জানেন কাশ্মীরে কী ধরনের অত্যাচার করে আপনার সেনাবাহিনী? আপনি কি জানেন কাশ্মীরে কত নিরীহদের হত্যা করছে সেনাবাহিনী? কাশ্মীরের অসংখ্য মেয়েকে ধর্ষণ করেছে তারা। এখনো সেই কাজ চালিয়ে যাচ্ছে। কেউ কি চাইবেন তাঁর মা এবং বোনের এই পরিণতি?’ অসংখ্য নিরীহ কাশ্মীরিদের উপর অত্যাচার এবং হত্যার প্রতিবাদেই এই ওয়েবসাইট হ্যাক বলেও লিখেছে তারা। তিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ওপেন করলেই ভেসে উঠছে পাকিস্তান জিন্দাবাদসহ এই বার্তা। ওয়েবসাইট হ্যাকাররা নিজেদের কোড নাম ব্যবহার করেছে। বার্তার নীচে লেখা হয়েছে পিএইচসি। বেশিরভাগ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখাশোনা করে জাতীয তথ্য কেন্দ্র। তাঁদের নজরদারির পরেও কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। সূত্র: আজকাল
×