ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জের তিন ইটভাটার মালিককে দেড়লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৩:০৯, ২৫ এপ্রিল ২০১৭

কালীগঞ্জের তিন ইটভাটার মালিককে দেড়লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে কালীগঞ্জের তিন ইটভাটার মালিককে মঙ্গলবার দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান এ অর্থদন্ডের আদেশ ঘোষণা করেন। গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের নেতৃত্বে ও গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার কালীগঞ্জ উপজেলার ভাওয়াল জামালপুর এলাকার খালেদা ইয়াসমিন মালিকানাধীন মেসার্স ভূইয়া ট্রেডিং কর্পোরেশন (বিটিসি), রফিকুল ইসলাম কিরণ মালিকানাধীন মেসার্স ষ্টার ট্রেডিং কর্পোরেশন (এসটিসি) ও হাছেন আলী হাছু মালিকানাধীন মেসার্স হাছেন আলী এন্ড কোং (এমএইচএ) নামের তিন ইটভাটায় অভিযান পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ওই তিন ইট ভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ আইনে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক অনিতা ঘোষ, উত্তম কুমার, কালীগঞ্জ থানার এসআই জাকির হোসেন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।
×