ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জনতা ব্যাংকের লিখিত পরীক্ষা বাতিল করে পূনরায় নেয়ার দাবী

প্রকাশিত: ০৩:০৭, ২৫ এপ্রিল ২০১৭

জনতা ব্যাংকের লিখিত পরীক্ষা বাতিল করে পূনরায় নেয়ার দাবী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে জনতা ব্যাংকের লিখিত পরীক্ষা বাতিল করে পূনরায় পরীক্ষা নেয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছে পরীক্ষায় অংশগ্রহণকারীরা। এ সময় তারা প্রশ্নপত্র ফাঁসের সাথে সম্পৃক্তদের সনাক্ত করে শাস্তির দাবী জানায়। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীরা। তারা পাওয়ার পয়েন্টের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের সামনে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ তুলে ধরেন। এছাড়াও তারা মুঠোফোনের প্রমাণগুলো উপস্থিত সাংবাদিকদের দেখান। সংবাদ সম্মেলনে বলা হয়, অনতিবিলমম্বে লিখিত পরীক্ষা বাতিল করে পূনরায় পরীক্ষা নিতে হবে এবং প্রশ্নপত্র ফাঁসের সাথে সম্পৃক্তদের সনাক্ত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। ২৭ এপ্রিলের মধ্যে এ ব্যাপারে সীদ্ধান্ত গ্রহন না করলে আদালতে রিট করা হবে বলেও জানান লিখিত পরীক্ষায় অংশগ্রহনকারীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত একজন নিয়োগপ্রার্থী বলেন, পরীক্ষার আগের রাতে তাকে প্রশ্নপত্রের ৬ নং প্রশ্ন দেখিয়ে বলা হয় দেড় লাখ টাকা দিলে তাকে পুরো প্রশ্ন দেওয়া হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মৱ রকিবুল হাসান, জায়েদ ইমরুল মোজাক্কিন, রোকনুজ্জামান রাকিব প্রমুখ। উল্লেখ্য, গত ২১ এপ্রিল জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ২০ এপ্রিল রাতেই ফাঁস হয়ে যায় বলে অভিযোগ উঠে।
×