ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুর মহাসড়কের পাশের ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০২:৪৩, ২৫ এপ্রিল ২০১৭

গাজীপুর মহাসড়কের পাশের ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বাসের ধাক্কায় পথচারী এক যুবক নিহত হয়েছে। ঘটনার প্রায় ১০ ঘন্টা পর নিহত ওই যুবকের লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি ঝোপ থেকে মঙ্গলবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৫ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায় নি। জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হক জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর বিমান গেইটের পাশে ময়মনসিংহগামী আলম এশিয়া পরিবহনের একটি বাস সোমবার রাত সাড়ে ৭টার দিকে পথচারী এক যুবককে সজোরে ধাক্কা দেয়। যাত্রীদের কাছ থেকে এ অভিযোগ পেয়ে পুলিশ বাসের পিছু নিয়ে গাজীপুর সদরের ভবানীপুর এলাকায় মহাসড়কের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় আটক করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ রাতভর ওই এলাকায় খোঁজাখুঁজি করেও যুবকটির সন্ধান পায় নি। পরে এলাকাবাসির সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে যুবকটির লাশ মহাসড়কের পাশের ঝোপ থেকে উদ্ধার করে তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, বাসের ধাক্কায় যুবকটি ছিটকে সড়কের পাশের ওই ঝোপে গিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়। আনুমানিক ২৫ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায় নি। তার পরনে চেক লুঙ্গি ও লাল-হলুদ চেক গেঞ্জি রয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে।
×