ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে ইউপি নির্বাচনে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনায় আহত ৩৫

প্রকাশিত: ০২:২৬, ২৫ এপ্রিল ২০১৭

বাঁশখালীতে ইউপি নির্বাচনে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনায় আহত ৩৫

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী ১৪ ইউপি নির্বাচনে ভোটগ্রহণের দিন বিচ্ছিন্ন সংঘর্ষ, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, আইন শৃঙ্খলা বাহিনির সাথে গুলিবিনিময় ও ধাওয়া পাল্টাধাওয়ার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ১৪টি ইউনিয়নের ১৪৭টি কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রের মধ্যে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনায় গুলীবিদ্ব ৭ সহ আহত হয়েছে অন্তত ৩৫ জন। এদিকে পুকুরিয়া ইউনিয়ন হতে অস্ত্রসহ দিই যুবক সহ আইন শৃঙ্খলাবাহীনির হাতে ৭ জন আটকের খবর পাওয়া গেছে। বাঁশখালীর ১৪ ইউপি নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হলেও চলছে গণনা। স্থানীয় ও নির্বাচন কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে চাম্বল, গন্ডামারা, কাথারিয়া, কালীপুর ও পুকুরিয়া ইউনিয়নের অধিকাংশ কেন্দ্রে প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্য সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় কাথারিয়া ইউনিয়নের আওয়ামীলীগের চেয়াম্যান প্রার্থী (নৌকা প্রতিক) ইবনে আমিনের কর্মী ও সমর্থকদের সাথে আইন শৃঙ্খলাবাহীনির সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলাবাহীনি পাল্টা গুলি ছুড়ে। এসময় শিশু সহ ৩ জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধদের আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। তাছাড়া পুইছড়ি ইউনিয়নের ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সৈয়দ কামাল হোসাইনকে জিম্মী করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সীলমোহর লাগিয়ে ব্যালট বক্সে ঢুকিয়ে দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। সকাল থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত বিক্ষিপ্তভাবে সংঘর্ষ ধাওয়া পাল্টাধাওয়ার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হলেও চলছে গণনা। এদিকে ভোটগ্রহণের দিন বড় ধরণের সংঘর্ষের ঘটনা না ঘটলেও সাধারণ জনগনের মধ্যে সংশয় বিরাজ করছে।
×