ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার নাশকতার চার মামলার স্থগিতের আদেশ মুলতবি

প্রকাশিত: ০২:২৩, ২৫ এপ্রিল ২০১৭

খালেদার নাশকতার চার মামলার স্থগিতের আদেশ মুলতবি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ মুলতবি(স্ট্যান্ড ওভার) করেছেন আপীল বিভাগের চেম্বার বিচারপতি। রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি শেষে মঙ্গলবার আপীল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত দুই সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেন। প্রসঙ্গত, ১৩ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার অভিযোগ আমলে নেয়ার আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেন আদালত। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আ ন ম বশিরুল্লাহর ডিভিশন বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন।
×