ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দল পেলেন ইরফান পাঠান

প্রকাশিত: ১৯:১৩, ২৫ এপ্রিল ২০১৭

দল পেলেন ইরফান পাঠান

অনলাইন ডেস্ক ॥ অবশেষে দল পেলেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। আইপিএলের এই দশম আসরে ডোয়াইন ব্রাভো হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ২০১৭ আইপিএল থেকে ছিটকে পড়ার কারণে তার পরিবর্তে গুজরাট লায়ন্স দলে ভিড়িয়েছে অল-রাউন্ডার ইরফানকে। সম্প্রতি গুজরাট নিজেদের টুইটারে ইরফানের একটি ছবি পোস্ট করে লিখেছে, 'অসাধারণ এই ইউনিটের সঙ্গে যোগ হচ্ছেন'। এর আগে ফেব্রুয়ারিতে হওয়া নিলামে কোনো দল পাননি এই ক্রিকেটার। তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। অবশেষে তিনি দল পেলেন। আইপিএলে এ পর্যন্ত পাঁচটি দলের হয়ে খেলেছেন ইরফান। দলগুলো হলো চেন্নাই সুপারকিংস, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদ এবং রাইজিং পুনে সুপারজায়ান্টস। যেখানে তিনি ১০২টি ম্যাচ খেলে তুলে নেন ৮০টি উইকেট। ১২০.৫৭ স্ট্রাইক রেটে সংগ্রহ করেন ১১৩৭ রান। তবে গত আসরে পুনের হয়ে বাজে পারফর্মেন্সের কারণে এবারের আসরে দলহীন ছিলেন ইরফান।
×