ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কিংসটনে জয়ের দিকে এগোচ্ছে পাকিস্তান

প্রকাশিত: ১৮:১৮, ২৫ এপ্রিল ২০১৭

কিংসটনে জয়ের দিকে এগোচ্ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক ॥ অধিনায়ক মিসবাহ-উল হক ও ইউনিস খানের বিদায়ী সিরিজ। জয় দিয়েই এ দুই মহারথীকে বিদায় দিতে চান সতীর্থরা। আর মঞ্চটা সাজালেন খোদ অধিনায়ক মিসবাহই। প্রথম ইনিংসে সেঞ্চুরি না পেলেও ৯৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন অধিনায়ক। সতীর্থরা সঙ্গ দিতে ব্যর্থ হওয়ায় ৯৯ রানেই আটকে গেলেন মিসবাহ। বল হাতে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের চোখ ও নাকের জল এক করে ফেলেছিলেন মোহাম্মদ আমির। দ্বিতীয় ইনিংসে বল হাতে আলো ছড়াতে শুরু করেছেন লেগস্পিনার ইয়াসির শাহ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৬ রানে অলআউট করে দেওয়ার পর পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করেছে ৪০৭ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইয়াসির শাহর ঘূর্ণির সামনে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। ৯৩ রান তুলতেই চার উইকেট হারিয়ে ফেলেছে দলটি। পাকিস্তানের চেয়ে এখনো ২৮ রানে পিছিয়ে আছে হোল্ডারের দল। আজ ভিসাউল সিং, ডরউইচ ও রোস্টন চেজরা আহামরি কিছু না করতে পারলে এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জন্য খারাপ সংবাদ অপেক্ষা করছে। ৪ উইকেটে ২০১ রান নিয়ে চতুর্থ দিনটা শুরু করেছিল পাকিস্তান। দিনের প্রথম সেশনে ৫ রানে অপরাজিত থাকা আসাদ শফিক ফিরলেও অধিনায়ক মিসবাহ-উল হক কিন্তু খেলেছেন তাঁর মতো করেই। ষষ্ঠ উইকেটে সরফরাজ আহমেদকে নিয়ে ৮৮ রানের জুটি বেঁধে পাকিস্তানের রানটাকে চারশ ছাড়া করেন মিসবাহ। ৫৪ রান করেন সরফরাজ। সরফরাজ আউট হওয়ার পর বাকিরা আর তেমন সঙ্গ দিতে পারেননি মিসবাহকে। মিসবাহর রান যখন ৯৯, অপর প্রান্তে মোহাম্মদ আব্বাসকে ফিরিয়ে লেগবিফোরের ফাঁদে ফেলে পাকিস্তানের ইনিংসটাকে গুঁড়িয়ে দেন রোস্টন চেজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট পান শ্যানন গ্যাব্রিয়েল ও আলজারি জোসেফ।
×