ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ধর্মের উপর আঘাত: পলিকেটনিক শিক্ষক বহিস্কার

প্রকাশিত: ০৪:১৫, ২৪ এপ্রিল ২০১৭

মুন্সীগঞ্জে ধর্মের উপর আঘাত: পলিকেটনিক শিক্ষক বহিস্কার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ এবার ইসলাম ধর্ম বা মুসলমানদের সাথে শুয়োরের মিল রয়েছে বলে, মুসলিম পরিবারের বানানো একটি ছবির সাথে শুকরের ছানাসহ শুকরের ছবি ফেসবুক আইডিতে শেয়ার করলেন মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এন্ড কলেজের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের খন্ডকালীন শিক্ষক প্রদীপ মল্লিক। রবিবার প্রদীপ তার ফেসবুক আইডিতে ছবি দুটিসহ ইসলাম ধর্মের উপর আঘাত জনিত কথা লিখা শেয়ার করার পর পরই বিষয়টি প্রথম জানাজানি হয় উক্ত কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে। পরে সোমবার দুপুরে কলেজ চলাকালিন সময়ে শিক্ষার্থীরা এই শিক্ষকের বিচার চেয়ে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে, কলেজের শিক্ষকরা জরুরী সভা বসে প্রদীপকে প্রথমে সাময়িক এবং বিকেলে মৌখিকভাবে স্থায়ীভাবে বহিস্কার করেন বলে জানান, অধ্যক্ষ মো: জহিরুল ইসলাম। প্রদীপ মল্লিক পরিস্থিতি টের পেয়ে আজ কলেজে আসেনি বলেও জানান, জহিরুল ইসলাম। চলতি বছর ফ্রেরুয়ারি মাসে প্রদীপ মল্লিক এই কলেজে খন্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দান করেন। প্রদীপ বরিশালের ছেলে বলে জানা গেছে।
×