ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেরপুরে যুদ্ধাপরাধের মামলায় আইনজীবী ও চিকিৎসক গ্রেফতার

প্রকাশিত: ০২:৫১, ২৪ এপ্রিল ২০১৭

শেরপুরে যুদ্ধাপরাধের মামলায় আইনজীবী ও চিকিৎসক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেরপুরের নকলার হোমিও চিকিৎসক ডাঃ এমদাদুল হক খাজাকে গ্রেফতার করেছে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে ২৪ এপ্রিল সোমবার ভোরে নকলার কুর্শা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া একই মামলায় নকলা উপজেলার বিবিরচর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে ও ময়মনসিংহ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আকরাম হোসেনকেও গ্রেফতার করেছে পুলিশ। শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গণি বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমদাদুল হক খাজার নামে গ্রেফতারি পরোয়ানা জারির পর নকলা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এদিকে, নকলা উপজেলার বিবিরচর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে ও ময়মনসিংহ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আকরাম হোসেনকেও পুলিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেফতার করেছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ রবিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের গোয়াইলকান্দি ইটাখোলা রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় এক আবেদনের শুনানি শেষে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল শেরপুরের নকলা উপজেলার ৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামিরা হলেন মোখলেছুর রহমান তারা, অ্যাডভোকেট আকরাম হোসেন ও ডাঃ এমদাদুল হক ওরফে খাজা।
×