ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খেলাঘর প্রবর্তিত ‘বজলুর রহমান ভাইয়া’ পদক পাচ্ছেন চার গুণীজন

প্রকাশিত: ০২:৪৬, ২৪ এপ্রিল ২০১৭

খেলাঘর প্রবর্তিত ‘বজলুর রহমান ভাইয়া’ পদক পাচ্ছেন চার গুণীজন

স্টাফ রিপোর্টার ॥ খেলাঘর প্রবর্তিত ‘বজলুর রহমান ভাইয়া’ পদকে ভূষিত হচ্ছেন দেশের চারজন গুণী ব্যাক্তিত্ব। পদকপ্রাপ্তরা হচ্ছে দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, প্রাবন্ধিক ও গবেষক মফিদুল হক, চিত্রশিল্পী আবুল রারক আলভী ও খেলাঘর সংগঠক অধ্যাপক নিরঞ্জন অধিকারী। খেলাঘরের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃতকলা কেন্দ্র মিলনায়তনে আগামী ২ মে আয়োজিত অনুষ্ঠানে এ পদক প্রদান করা হবে বলে জানান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ সেøাগানে এগিয়ে যাচ্ছে খেলাঘর। ১৯৫২ সালের ভাষা আন্দালনের পর পরই আমাদের এই সংগঠনের জন্ম। আজ দেশ স্বাধীন হয়েছে বহুদিন হয়ে গেল কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের দেশের বাচ্চাদের সেভাবে এখনও শাণিত করা হয়নি। সাংবাদিক বজলুর রহমান ভাইয়ার মৃত্যুর পর ২০০৯ সাল থেকে প্রতিবছর খেলাঘর এ পদক প্রদান করে আসছে। তাঁকে আমরা সবাই ভাইয়া ডাকতাম, তিনি আমাদের নতুন জীবন ও পথ দেখিয়েছিলেন, তার নামেই এ পদক প্রদান করা হয় প্রতি বছর। দেশের যে সকল গুণীজন নিজ নিজ ক্ষেত্রে বিশেষ স্থান দখল করে আছেন এবং অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আমরা তাদের এই পদক প্রদান করে থাকি। তারই ধারাবাহিকতায় এবছর দেশের চারজন গুণী ব্যাক্তিত্ব এ পদক পাচ্ছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি। উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। বিশেষ অতিথি থাকবেন খেলাঘরের অন্যতম সুহৃদ বিশিষ্ট সমাজসেবী এ্যাডভোকেট আজমত উল্লা খান। সভাপতিত্ব করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার।
×