ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুভাষ দত্ত স্মরণে ‘সুভাষ দত্ত এবং সুতরাং’

প্রকাশিত: ০২:৪৬, ২৪ এপ্রিল ২০১৭

সুভাষ দত্ত স্মরণে ‘সুভাষ দত্ত এবং সুতরাং’

স্টাফ রিপোর্টার ॥ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক সুভাষ দত্ত। সুভাষ দত্ত নির্মিত ‘সুতরাং’ চলচ্চিত্রটি সে সময়ে সুপারহিটের তালিকায় ছিল। চলচ্চিত্রটি ১৯৬৪ সালে মুক্তি পায়। এরপর অসংখ্য নন্দিত চলচ্চিত্র উপহার দিয়েছেন সুভাষ দত্ত। ১৯৩০ সালে জন্ম নেয়া সুভাষ দত্ত প্রয়াত হোন ২০১২ সালে। কিংবদন্তি এই চলচ্চিত্রকারের স্মরণে সুভাষ দত্ত স্মৃতি পরিষদ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের যৌথ আয়োজনে আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় বিএফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন মিলনায়তনে ‘সুভাষ দত্ত এবং সুতরাং’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সুভাষ দত্তের কালজয়ী চলচ্চিত্র ‘সুতরাং’ সংক্রান্ত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং ‘সুতরাং’ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেনÑ তথ্য সচিব মরতুজা আহমেদ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেনÑ বিশিষ্ট চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ স্মৃতিচারণ করবেন ‘সুতরাং’ চলচ্চিত্রের কলাকুশলীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আবদুল মজিদ।
×